নয়াদিল্লি: সলমন খানের প্রযোজিত ছবি লাভরাত্রি-র বিরুদ্ধে দেশের কোথাও কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ বলেছে, ছবিটি ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা, ইতিমধ্যেই সেটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এরপরেও তার বিরুদ্ধে বিহারে এফআইআর দায়ের করা হয়েছে, ভডোদরাতেও ঝুলছে ফৌজদারি অভিযোগ। কিন্তু ছবির নাম ও বিষয়ে আপত্তিকর কিছু খুঁজে পায়নি আদালত, তাই সলমন খান ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নবরাত্রি উৎসব থেকে লাভরাত্রি নামটি এসেছে ও এর ফলে হিন্দুদের ধর্মীয় অনুভূতি ক্ষুণ্ণ হয়েছে অভিযোগে বহু অভিযোগকারী ব্যক্তিগতভাবে আদালতের দ্বারস্থ হন। ছবির নাম পাল্টে প্রযোজকরা লাভযাত্রী করে দেন। তাতেও সমস্যা মেটেনি।
সলমনের বোন অর্পিতা শর্মার স্বামী আয়ুষ লাভরাত্রি-র নায়ক। নায়িকা নবাগতা ওয়ারিনা হুসেন।
সলমন খানের ছবি লাভরাত্রি-র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, জানাল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
27 Sep 2018 01:34 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -