বাংলাদেশের রান তাড়া করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলের ইনিংসের হাল ধরেন শোয়েব মালিক। একটা সময় যখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিলেন তিনি, ঠিক তখনই বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে আউট হন শোয়েব। আসলে এক্ষেত্রে কৃতিত্বটা সম্পূর্ণ মাশরফির।
২১ তম ওভারে পাকিস্তানের রান তখন ৩ উইকেটে ৮৫। শোয়েব রুবেলের বল মিড উইকেটে ড্রাইভ করেন। চোখের পলকে পাখির মতো ছোঁ মেরে মাশরফিসর ক্যাচ পাক শিবিরকে হতভম্ব করে দেয়।
শোয়েব ফিরে যাওয়ার পর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। অভিজ্ঞ শোয়েব টুর্নামেন্টের ম্যাচগুলিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। হয়ে উঠেছিলেন পাক ব্যাটিংয়ের মূল স্তম্ভ। কিন্তু ডু অর ডাই ম্যাচে একটা অসাধারণ ক্যাচ তাঁকে ফিরিয়ে দিল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ইমাম উল হক। কিন্তু মিডল অর্ডারে অন্য কোনও ব্যাটসম্যানের সাহায্য না পাওয়ায় বৃথা গেল তাঁর ৮৩ রানের ইনিংস।