কলকাতা: বেশ কিছুদিন ধরেই তামাম সিনেপ্রেমীর মনে সাড়া ফেলেছে 'দোস্তজী' (Dostojee)। পরিচালনায় নবাগত প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee)। দেশে বিদেশে একাধিক পুরস্কার জেতার পর, অজস্র চলচ্চিত্র উৎসবে ঘোরার পর অবশেষে ১১ নভেম্বর, অর্থাৎ আজ, দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'দোস্তজী'। ছবির নিবেদক স্বয়ং বাংলা ছবির 'ইন্ডাস্ট্রি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর আজ ছবি মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দেখা মিলল একঝাঁক বিশেষ অতিথির (Special Guests)।


'দোস্তজী'র ফার্স্ট ডে ফার্স্ট শো


১১ নভেম্বর মুক্তি পেল 'দোস্তজী'। দুই খুদে 'দোস্ত'-এর গল্প বলবে এই ছবি। প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে ইন্ডাস্ট্রির বহু মানুষের মন জয় করেছে। এবার সাধারণ মানুষের দেখার পালা। আর এমন দিনের সূচনা যদি একদল কচিকাঁচাদের হাত ধরে হয় তাহলে তো কথাই নেই। 


শুক্রবার, হাইল্যান্ড পার্কের এক প্রেক্ষাগৃহে, সকাল ১১টার শোয়ে প্রেক্ষাগৃহ আলো করে বসেছিল একদল খুদে। প্রথম দিনের প্রথম শো, একেবারে জমজমাট। নিজেদের বয়সী দুই 'খুদে অভিনেতা'কে পর্দায় দেখতে হাজির হয়েছিল স্থানীয় এক স্কুলের সমস্ত পড়ুয়ারা। পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে ব্যাগ, তবে গন্তব্য সিনেমা হল। উচ্ছ্বসিত খুদেদের ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং পরিচালক।


 



আরও পড়ুন: Debina-Gurmeet: দেবিনা-গুরমিতের পরিবারে এল ছোট্ট রাজকন্যা


ফেলে আসা এক টুকরো ছোটবেলা সঙ্গে আনছে 'দোস্তজী'


মনের কোণে পড়ে থাকা ছোটবেলার একাংশকে পুনরায় জাগিয়ে তুলতে হাজির 'দোস্তজী'। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এটিই প্রথম কাজ। ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরের সময়ে। 'দোস্তজী', সমস্ত ধর্মীয় বিভেদের বাধা টপকে দুই 'দোস্ত' অর্থাৎ বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠার গল্প শোনাবে। এক বন্ধু হিন্দু ব্রাহ্মণ, নাম পলাশ। অপর জন তাঁর মুসলমান পড়শি, সফিকুল। বাংলাদেশ বর্ডারের (Bangladesh Border) কাছে মুর্শিদাবাদের (Murshidabad) প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই দুই খুদের বন্ধুত্বই প্রাণ এই ছবির। তাঁদের বন্ধুত্ব এক শব্দে, বিশুদ্ধ। একের অপরের প্রতি অগাধ টান, তাঁদের সম্পর্কের উষ্ণতা দর্শককে হাসি-কান্নায় ভরিয়ে তুলবে বলেই বিশ্বাস পরিচালকের। 


বলাই বাহুল্য 'দোস্তজী' ইতিমধ্যে বিশ্বজুড়ে একাধিক মন জয় করে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল', 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল', 'বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', 'ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'মালয়শিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২২', 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরল' ইত্যাদি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে পৌঁছে গেছে 'দোস্তজী'।