বেঙ্গালুরু: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর বিগত দুই ম্য়াচেই পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে লাল হলুদ। ছন্দহীন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে (BFC vs EBFC) আজ তাই জয়ের জন্য মরিয়া লাল হলুদ শিবির। তবে দলের একাধিক তারকা চোট আঘাতে জর্জরিত। অনিকেত যাদব, অ্যালেক্স লিমাদের এই ম্যাচ নামা ঘিরে তীব্র সংশয়। ম্যাচের আগেরদিন দলের একাধিক তারকার চোটের বিষয়ে আপডেট দিলেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টান্টাইন। 


চোটের আপডেট


লিমার চোটের আপডেট দিতে গিয়ে কনস্টান্টাইন বলেন, 'অ্যালেক্সের পেশিতে চোট রয়েছে। তবে ও ক্রমশ সেরে উঠছে। গতকাল ফিজিও ও পুনর্বাসন কোচের সঙ্গে ও বাড়তি কিছু অনুশীলন করেছে। আজও করবে।' তবে লিমার বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, শৌভিক চক্রবর্তী যে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলবেন না, তা নিশ্চিত। 'শৌভিক হাসপাতালে। সোমবার ওকে দেখতে গিয়েছিলাম। ওর ডেঙ্গি হয়েছে। সুতরাং ওকে এখন কয়েকদিন পাওয়া যাবে না। আশা করি ও দ্রুত সেরে উঠবে ও মাঠে ফিরে আসবে। অনিকেতেরও জ্বর হয়েছে। তাই ও অনুশীলন করতে পারেনি।' জানান কনস্টান্টাইন।


দলের একাধিক তারকা চোট আঘাতে বাইরে থাকলেও নেতিবাচক চিন্তাভাবনা করতে নারাজ লাল হলুদ কোচ। তিনি বলেন, 'কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই তো একটি দলে ২৪-২৫ জন খেলোয়াড় রাখা হয়। যে খেলোয়াড়রা উপলব্ধ রয়েছেন, তারাই মাঠে নামবে।' এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। এখনও দলের অনেকটা পথ চলা বাকি বলেও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন লাল-হলুদ কোচ।


উন্নতি আবশ্যক


'এ বারের মরসুমের জন্য নতুন করে দল তৈরি করা হয়েছে। গত মরশুমে সব মিলিয়ে একটা ম্যাচ জিতেছিল ক্লাব। এমনও হতে পারে টানা ছ’টি ম্যাচে জিতলাম। এই লিগে সবকিছুই হতে পারে। কিন্তু অনেক সমর্থকেরাই মনে করছেন মাত্র পাঁচটা ম্যাচেই আমরা দল তৈরি করে ফেলেছি। আসলে তেমনটা কিন্তু নয়। আমাদের এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে।কিন্তু তার জন্য অনেক কাজ বাকি, যেটা রাতারাতি হওয়া সম্ভব নয়। সমর্থকদের এটা বুঝতে হবে। এই সময় তাঁদের সমর্থনের ভীষণভাবে প্রয়োজন।' দাবি কনস্টানটাইনের।


আরও পড়ুন: শেষ মুহূর্তে শুভাশিসের গোলে লিগের লাস্টবয় নর্থ ইস্টকে হারাল এটিকে মোহনবাগান