দেহরাদুন: উত্তরাখণ্ডের সাত জেলায় ‘কেদারনাথ’ ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি। হিন্দু সংগঠনগুলির বিরোধিতার জেরে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। দেহরাদুন, হরিদ্বার, নৈনিতাল, উধম সিংহ নগর, পৌরি, তেহরি ও আলমোরায় ছবিটি দেখানো যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) অশোক কুমার পিটিআইকে এ কথা জানিয়েছেন। এই জেলাগুলিতে ‘কেদারনাথ’ ছবির সঙ্গে যুক্ত লোকজনের কুশপুতুল পুড়িয়েছে কয়েকটি হিন্দু গোষ্ঠী।
নৈনিতাল ও উধম সিংহ নগরের জেলাশাসকরা বৃহস্পতিবারই ছবিটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেন।
উত্তরাখণ্ডের ২০১৩-র মহাপ্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে কেদারনাথ ভ্রমণে যাওয়া হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম মালবাহকের প্রেম-ভালবাসার গল্প বলা হয়েছে ছবিতে। কিন্তু সুশান্ত সিংহ রাজপুত ও সারা আলি খান অভিনীত ছবির এই গল্পে হিন্দু ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ হিন্দু সংগঠনগুলির। ছবির নির্মাতারা ছবির মাধ্যমে লাভ জেহাদের হয়ে প্রচার করেছেন বলেও দাবি তাদের।
শুক্রবার মুক্তি পেয়েছে কেদারনাথ।