অ্যালিলেড:অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। ভারতের পেস ও স্পিন আক্রমণের সামনে চাপে অস্ট্রেলিয়া। দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৯১। ভারতের থেকে পিছিয়ে ৫৯ রানে পিছিয়ে তারা। আয়োজক দেশের হয়ে একমাত্র লড়াই করছেন ট্র্যাভিস হেড। তিনি ৬১ রানে অপরাজিত হয়েছে। সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক (৮)।

১২০ রানে পাঁচ উইকেট হারানোর পর অজি শিবিরে ফের আঘাত হানেন ইশান্ত।ফিরিয়ে দেন টিম পেইনকে।এরপর কামিন্সকে সঙ্গে নিয়ে ৫০ রান যোগ করেন হেড।এরপর জসপ্রিত বুমরাহ প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন। ১৭৭ রানে সপ্তম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

ভারতের হয়ে অশ্বিন ৩, ইশান্ত ও বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের দাপট, বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্নিতে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। একটা সময় ৮৭ রানে তারা ৪ উইকেট হারায়। তারপর থেকে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন পিটার হ্যান্ডসকম্ব ও ট্র্যাভিস হেড। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ১১৭।কিন্তু চা-পানের বিরতির পরও চাপ বজায় রাখেন ভারতীয় বোলাররা। এই সেশনের খেলা শুরু হওয়ার পরই হ্যান্ডসকম্ব (৩৪) ফিরিয়ে দেন জসপ্রিত বুমরাহ। ১২০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এর আগে গতকালের ৯ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান গতকালের অপরাজিত ব্যাটসম্যান মহম্মদ সামি। স্কোরবোর্ডে কোনও রান যোগ হয়নি।

এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ইশান্ত শর্মা। শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর হ্যারিস ও উসমান খোয়াজা ইনিংসের হাল ধরেন।কিন্তু ৪৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অশ্বিনের বলে ২৬ রান করে আউট হব হ্যারিস। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাদের রান ছিল ২ উইকেটে ৫৭। মধ্যাহ্নভোজের পর ফের আঘাত হানেন অশ্বিন।




শন মার্শ ও খোয়াজাকে আউট করেন তিনি। ৫৯ ও ৮৭ রানে অস্ট্রেলিয়ার তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন ঘটে।