কলকাতা: বড়পর্দায় তিন গল্পের অ্যান্থোলজি (anthology) নিয়ে আসতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab K Middya)। ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল'-র (Sedin Kuyasha Chilo)। 'অন্দরকাহিনী'র সাফল্যের পর এটি তাঁর দ্বিতীয় ফিচার ছবি (Feature Film)। 


ছবির অভিনেতা অভিনেত্রীর নাম এমনিতেই নজর কেড়েছে। ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন দুই বর্ষীয়াণ শিল্পী, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও লিলি চক্রবর্তী (Lily Chakraorty)। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সায়ন্তনী গুহঠাকুরতা (Shayantani Guha Thakurata), জিতু কমল (Jeetu Kamal), অবন্তিকা বিশ্বাস (Abantika Biswas), সবুজ বর্ধন (Sobuj Bardhan), সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) প্রমুখ। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বড়পর্দায় পা রাখতে চলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায় (Pritha Bandhopadhay)। 


আজ প্রকাশ পেয়েছে অভিনেতা সবুজ বর্ধনের লুক। সৌরসেনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখনও প্রকাশ পায়নি প্রথম গল্পের নাম। তিনজন স্বাধীনতা সংগ্রামীর গল্প তুলে ধরা হবে 'সেদিন কুয়াশা ছিল' ছবিতে। এক দম্পতি ও তিন অতিথি বিপ্লবীর গল্পের বুনোটেই এগিয়ে যাবে ছবির গল্প। সবুজের চরিত্র একজন স্বাধীনতা সংগ্রামীর। এর আগে জি ফাইভের একাধিক সিরিজে অভিনয় করেছেন সবুজ। অ্যান্থোলজির প্রথম গল্পে দেখা যাবে তাঁকে।


আরও পড়ুন: Salman Khan with Indian Navy: ভারতীয় নৌবাহিনীর সঙ্গে 'ভাইজান', হাত লাগালেন রান্নায়, মজলেন গল্পে


মূলত সম্পর্কের বুনোটের গল্প বলবে 'সেদিন কুয়াশা ছিল'। মার্চ মাসে দেওয়া একটি সাক্ষাৎকারে এবিপি লাইভকে ফোনে পরিচালক অর্ণব মিদ্যা বলেছিলেন, 'আমরা তো প্রত্যেকদিনের জীবন যাপন একাধিক সম্পর্কের মধ্যে দিয়ে করি। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একাধিক চাওয়া-পাওয়া-আশা-আকাঙ্খা থাকে। এমন কিছু ঘটনা যা আমাদের অবচেতনে ঘটে বা হয়তো যা নিয়ে আমাদের অপরাধ বোধ কাজ করে। সেই কাজগুলিরই প্রতিফলন দেখা যাবে এই ছবির তিনটি গল্পের ক্লাইম্যাক্সে। এমন কিছু ঘটনা দর্শকদের সামনে তুলে ধরা হবে যেগুলি আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃতিক। সেগুলি মানুষের স্বপ্নেও হতে পারে বা বাস্তবে হলেও কোনও ব্যখ্যা পাওয়া যায় না। তিনটি গল্পের সম্পর্কগুলির মধ্যেই সেই চাওয়া-না চাওয়া, পাওয়া-না পাওয়া, ওঠা-নামা একাধিক হিসেব নিকেশ উল্টে দেওয়া ঘটনা ঘটবে ক্লাইম্যাক্সে। ছবির মাধ্যমে প্রশ্ন তোলা হবে কিছু। বর্তমান 'নিউক্লিয়ার ফ্যামিলি'র ভবিষ্যত নিয়েও উঠবে প্রশ্নচিহ্ন।'


অর্ণবের বিশ্বাস, প্রত্যেকটা গল্পের ক্লাইম্যাক্সই গায়ে কাঁটা দেওয়ার মতো।