নয়াদিল্লি: বিরাট কোহলির অনুরাগীদের জন্য সুখবর। কাঁধের চোট সারিয়ে ফিট ভারতীয় দলের অধিনায়ক। আইপিএলে আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কোহলি। বিসিসিআই আজ কোহলিকে ম্যাচ ফিট ঘোষণা করে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআই-এর মেডিক্যাল টিম বুধবার জানিয়েছে যে, কোহলি ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন। বেঙ্গালুরুতে শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে তাঁকে পাওয়া যাবে।

কোহলি গতকাল আরসিবি-র নেট প্র্যাকটিসে ফিল্ডিং অনুশীলন করেছেন। নিজের ক্রিকেট কিট কাঁধে নিয়েই দলের অনুশীলনে নামেন তিনি। অনুশীলনে বেশ স্বচ্ছন্দই ছিলেন কোহলি। ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিলের তত্ত্বাবধানে বেশ কয়েক উঁচু ও নিচু ক্যাচও ধরেন তিনি। অনুশীলনে একটি ক্যাচও মিস করেননি আরসিবি অধিনায়ক। এর থেকেই স্পষ্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রাঁচিতে তৃতীয় টেস্ট চলাকালে কাঁধের চোট থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন কোহলি।

গত মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাঁর মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।