এবার রিয়া সেনকে দেখা যাবে ওয়েব সিরিজে, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানালেন নিজেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Feb 2019 07:01 PM (IST)
1
রিয়া সেনের ইনস্টাগ্রামে ৬৪৩ হাজার ফলোয়ার রয়েছে।
2
রিয়া সেন বিজ্ঞাপনের জন্যও শ্যুটিং করছেন।
3
এই ওয়েব সিরিজের শ্যুটিং মুম্বইতে হচ্ছে।
4
ছবি পোস্ট করে রিয়া বলেছেন, তিনি এখন শ্যুটিং মুডে রয়েছেন।
5
রিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
6
রিয়া সেনকে খুব শীঘ্রই একটি সাসপেন্স ওয়েব সিরিজে দেখা যাবে।
7
বলিউডের বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে রিয়া সেনকে। সিনে দুনিয়ায় সেই রিয়া ফের সক্রিয় । সব ছবি-ইনস্টাগ্রাম