হঠাৎ বলিউডের এই সুন্দরীর সঙ্গে নিভৃতে লাঞ্চ করতে কেন গেলেন শাহরুখ খান, কাটালেন একসঙ্গে দুঘণ্টা!
শাহরুখ পরেছিলেন একটি কালো টি, সঙ্গে ছিল কার্গো প্যান্ট এবং নিওন রঙের স্নিকারস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
তাঁরা একসঙ্গে প্রায় দু ঘণ্টা কাটিয়েছেন
ক্যাটের মেকআপ ছিল নামমাত্র, চুল ছিল খোলা
এমনকি দুই তারকা এসেছেনও একটিই গাড়িতে
ক্যাটের মেকআপ ছিল নামমাত্র, চুল ছিল খোলা
আচমকাই বলিউড বাদশা শাহরুখ খানকে একান্তে বান্দ্রার এক রেস্তোরাঁয় ক্যাটরিনা কাইফের সঙ্গে নিভৃতে লাঞ্চ করতে দেখা গেল
দুজনকেই ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে রেস্তোরাঁয়
সূত্রের খবর, জব তক হ্যায় জান-এর পর আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতেও একসঙ্গে কাজ করছেন শাহরুখ-ক্যাট। সেই ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মাও। সম্ভবত সেই ছবির ব্যাপারে আলোচনা করতেই লাঞ্চ ডেটে গিয়েছিলেন দুই তারকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -