হঠাৎ বলিউডের এই সুন্দরীর সঙ্গে নিভৃতে লাঞ্চ করতে কেন গেলেন শাহরুখ খান, কাটালেন একসঙ্গে দুঘণ্টা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2017 01:20 PM (IST)
1
শাহরুখ পরেছিলেন একটি কালো টি, সঙ্গে ছিল কার্গো প্যান্ট এবং নিওন রঙের স্নিকারস
2
ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
3
ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
4
তাঁরা একসঙ্গে প্রায় দু ঘণ্টা কাটিয়েছেন
5
ক্যাটের মেকআপ ছিল নামমাত্র, চুল ছিল খোলা
6
এমনকি দুই তারকা এসেছেনও একটিই গাড়িতে
7
ক্যাটের মেকআপ ছিল নামমাত্র, চুল ছিল খোলা
8
আচমকাই বলিউড বাদশা শাহরুখ খানকে একান্তে বান্দ্রার এক রেস্তোরাঁয় ক্যাটরিনা কাইফের সঙ্গে নিভৃতে লাঞ্চ করতে দেখা গেল
9
দুজনকেই ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে রেস্তোরাঁয়
10
সূত্রের খবর, জব তক হ্যায় জান-এর পর আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতেও একসঙ্গে কাজ করছেন শাহরুখ-ক্যাট। সেই ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মাও। সম্ভবত সেই ছবির ব্যাপারে আলোচনা করতেই লাঞ্চ ডেটে গিয়েছিলেন দুই তারকা