এই ছবি দেখা বোঝা শক্ত এই মহিলার পেশা কী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2018 11:24 AM (IST)
1
ছবি-ইন্সটাগ্রাম
2
ছবি-ইন্সটাগ্রাম
3
সুনয়না প্রচুর ওয়ার্কশপ করেন। লক্ষ্য, যাতে বেশি সংখ্যায় মানুষ যোগের সুফল পান।
4
5
সুনয়না মনে করেন, প্রত্যেকেই যোগের সুফল পেতে পারেন। কিন্তু সেজন্য নিয়মিত অনুশীলন প্রয়োজন।
6
তাঁর বিভিন্ন যোগাভ্যাসের ছবি তিনি পোস্ট করেন তিনি।
7
সুনয়না প্রায়শই সমুদ্রের তীরে তোলা ছবি পোস্ট করেন।
8
9
আসলে সুনয়না তাঁর ইন্সটাগ্রাম পেজে যে সব ছবি পোস্ট করেন, তা দেখে তাঁকে কোনও অংশে সিনেমার নায়িকার থেকে কম কিছু মনে হয় না।
10
তাঁকে দেখে মনেই হবে না যে, তিনি যোগ শিক্ষিকা।
11
সুনয়না মুম্বইয়ের বাসিন্দা এবং পেশাদার যোগ প্রশিক্ষক।
12
এই ছবি সেলিব্রিটি যোগ শিক্ষিকা সুনয়না রেখির।
13
এখন সব কিছুতেই গ্ল্যামার-যোগ। এরই একটি জীবন্ত উদাহরণ এই যোগ প্রশিক্ষকের ছবি।