দেখুন: পুলের ধারে ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’ অভিনেত্রীর সুপার-হট ফটোশ্যুটের ঝলক...
বলে রাখা প্রয়োজন, ডিয়াস একজন প্রতিভাবান ভিডিও জকি, হোস্ট এবং অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীঘ্রই ডিয়াসকে ব্রিটিশ ফিল্ম ‘ভাইসরয় হাউস’-এ অভিনয় করতে দেখা যাবে।
এরপর তো তাঁর সামনে ছবির লাইন লেগে যায়। সেই তালিকায় রয়েছে-- ‘ও তেরি’, ‘জুবান’।
২০১২ সালে হিন্দি ছবি ‘ক্যেয়া সুপার কুল হ্যায় হাম’-এ রীতেশ দেশমুখের বিপরীতে দেখা যায় তাঁকে।
২০১০ সালে তামিল ভাষার ‘থিরাদা বিলায়াত্তু পিল্লাই’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
সেবছরই তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কোনও স্থান দখল করতে পারেননি।
এরপর ২০০৭ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার শিরোপা জেতেন।
২০০৬ সালে অস্ট্রেলিয়ার মিউজিক ভিডিও ‘নেভার লেট ইউ গো’ তে অভিনয় করেন।
সম্প্রতি একটি হট ফটোশ্যুট করিয়েছেন প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া শারাহ জেন ডিয়াস। সেই ছবি ইসন্টাগ্রামে শেয়ারও করেন তিনি। এখানে বলে রাখা দরকার যে, মাত্র ২১ বছর বয়সে তিনি চ্যানেল ভি-র ‘হান্ট টিভি শো’-এর সঞ্চালিকা ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -