সুইমিং পুলের ধারে মোহময়ী বাহুবলী সিনেমার অভিনেত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু তাই নয়, ব্যাপক জনপ্রিয় সিনেমা বাহুবলী সিনেমার মনোহারী গানেও দেখা গিয়েছিল তাঁকে।
নোরা রকি হ্যান্ডসাম ও মিস্টার এক্স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। এছাডাও বেশ কয়েকটি মালয়ালাম সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
গত বছর কিংফিসারের ক্যালেন্ডারে দেখা গিয়েছিল তাঁকে।
ছবিতে নোরাকে সূর্যস্নান করতে দেখা যাচ্ছে
সাম্প্রতিক ছবিগুলিতে দারুণ আকর্ষণীয় লেগেছে নোরাকে।
এবার তাঁকে সুইমিং পুলে মোহময়ী ভঙ্গিতে দেখা গেল তাঁকে।
ঝলক দিখলা যা-র সিজন ৯-এ দুরন্ত পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে।
টেলি শো ছাড়াও বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। বলিউড অভিনেতা জন আব্রাহামের রকি হ্যান্ডসাম-এর আইটেম সং রক দ্য পার্টি-তে অত্যন্ত হট লুকে দেখা গিয়েছিল নোরাকে।
বিগ বস ও ঝলক দিখলা যা-র মতো টেলি শো-র মাধ্যমে জনপ্রিয় নোরার এই ছবিগুলি নেট-দুনিয়ার পছন্দের তালিকাতেই রয়েছে।
ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি নোরা ফাতেহি। বোল্ড ছবির জন্য পরিচিত নোরা। এবার ফের নতুন ছবিতে আলোচনার কেন্দ্রে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -