ছবিতে দেখুন: হট পোজে নিজের বোল্ডনেসের ঝলক কেমন মেলে ধরলেন শার্লিন চোপড়া
তাঁর আগের ছবি ‘বজহ তুম হো’ ছিল। তিনি তাঁর আগে ‘রেড স্বস্তিক’ নামে আরও একটি ছবিতে অভিনয় করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশার্লিন এমটিভি-র স্প্লিটসভিলায় অংশগ্রহণ করেছিলেন। বিগ বস সিজন ৩-এ ছিলেন শার্লিন। তাঁর আসল নাম মোনা চোপড়া।
বলে রাখা ভাল, ইনস্টাগ্রামে শার্লিনের ফলোয়ার্স সংখ্যা ৫২৫,০০০। ৩৪ বছরের এই অভিনেত্রীর উচ্চতা সাড়ে পাঁচ ফুট।
সম্ভবত, তাই ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফের নিজের পরিচয় ফিরে পেতে চাইছেন শার্লিন।
তবে, কিছুদিনের মধ্যেই, তাঁদের সেই ঝগড়া শেষ হয়। শার্লিনের সেই ছবি আটকে যায়। তারপর থেকে শার্লিনের হাতে আর কোনও কাজ নেই।
২০১৪ সালে শার্লিন ও ‘কামসূত্র ৩ডি’ ছবির পরিচালক রূপেশ পালের মধ্যে বিবাদ খবরের শিরোনামে চলে এসেছিল।
বলে রাখা প্রয়োজন, ২০১২ সালের ‘কামসূত্র ৩ডি’ ফিল্মের সঙ্গে জড়িত শার্লিনের একাধিক ছবি সাম্প্রতিককালে ইন্টারনেটে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এখন নিজের হট ছবির জন্য আলোচনার কেন্দ্রে চলে এসেছেন শার্লিন। সম্প্রতি, সেই ছবিতে শার্লিনকে সাদা-কালোতে দারুন দেখাচ্ছে।
‘কামসূত্র ৩ডি’ অভিনেত্রী শার্লিন নিজের বোল্ড ভঙ্গিমার জন্য যথেষ্ট জনপ্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -