নতুন ফটোশ্যুটে মোহময়ী কাল্কি...
সম্প্রতি, ইনস্টাগ্রামে নতুন ফটোশ্যুটের কিছু ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন।
সব ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
দেখুন কাল্কির আরও কিছু ছবি...
অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর সম্পর্ক বেশি দিন টেকেনি।
রাষ্ট্রীয় পুরস্কার বিজয়ী কাল্কি অবশ্য ইন্টারনেটে আলোচনাকে বেশি গুরুত্ব দিতে নারাজ।
ফ্রান্সে জন্ম নেওয়া এই ভারতীয় অভিনেত্রীর মতে, প্রশংসার পাশাপাশি সমালোচনাকেও গ্রহণ করতে হয়।
ভিন্ন ধরনের অভিনয়ের জন্য পরিচিত কাল্কি।
কাল্কির এই ফটোশ্যুট করেছেন রেমা চৌধুরি।
পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী কাল্কি, বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
এই ফটোশ্যুটের স্টাইল ও কনসেপ্ট দিয়েছেন বৃন্দা নারং এবং তাঁর সহায়িকা আঁচল বলেচা। মেক আপ আর্টিস্ট ছিলেন তাশী ডোলমা। কাল্কির হেয়ার স্টাইল করেছেন জাস্টিন রে।
বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী কাল্কি। তিনি ‘দ্য গার্ল ইন ইয়েলো বুটস’ ও ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ জাতীয় অফবিট ছবিতেও অভিনয় করেছেন।