প্রথমবার বিকিনিতে সুনীল শেঠ্ঠি কন্যা আথিয়া, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2017 09:44 PM (IST)
1
2
3
দেখুন আথিয়ার আরও কয়েকটি ছবি-
4
আনিস বাজমি পরিচালিত এই সিনেমায় আথিয়ার সঙ্গে থাকছেন অর্জুন কপূর, অনিল কপূরও।
5
ইন্সটায় তাঁর ফলোয়ার সংখ্যা ১৫ লক্ষ। তাঁর আগামী সিনেমার নাম মুবারকন।
6
আথিয়ার বয়স ২৪ বছর। তাঁর প্রথম সিনেমা হিরো বক্স অফিসে মোটামুটি ভালো সাফল্য পেয়েছিল।
7
ছবিতে দেখা যাচ্ছে একটি বুদ্ধমূর্তি।
8
বলিউড তারকা সুনীল শেঠ্ঠির কন্যা আথিয়া। এই প্রথম তাঁকে বিকিনিতে দেখা গেল। সুইমিং পুলে বিকিনি পরা এই ছবি আথিয়া ইন্সস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে শুধুমাত্র একটি শব্দ 'Solace' লেখা। এর অর্থ শান্তি। ছবিটি দেখেও বোঝা যাচ্ছে যে, জায়গাটি একেবারেই শান্ত।