হট ফটোশ্যুটে ভক্তদের মন মাতালেন এই অভিনেত্রী...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2017 11:25 PM (IST)
1
2
3
4
5
6
7
8
আগে দেখুন সালোনির আরও কিছু বাছাই করা ছবি...
9
এখানে বলে রাখা প্রয়োজন, সালোনির ইনস্টাগ্রামে প্রায় ২,৩৮,০০০ ফলোয়ার্স রয়েছে।
10
সালোনি সেই সব গুটিকয়েক সেলিব্রিটেদের মধ্যে একজন, যাঁরা এমন ইস্যু নিয়ে লেখালেখি করেন, যা অন্যরা করেননি।
11
সালোনির ইনস্টাগ্রাম পোস্টে প্রায়ই নারীবাদী, ফেমিনিজম ও সমানতার কথা ফুটে ওঠে।
12
এমটিভি-র জনপ্রিয় গার্লস অন টপ সিরিয়ালের জন্য পরিচিত সালোনি।
13
নিজের সাহসী ছবি দিয়ে ইনস্টাগ্রামে আগুন ধরিয়ে দিয়েছেন সালোনি।
14
এক ঝলকে, সালোনিকে দেখে ক্যাটরিনার মুখ মনে পড়ে।
15
বলাই বাহুল্য, ছবিতে ভীষণই আকর্ষণীয় লাগছে সালোনিকে। ভক্তরা তাঁর এই ছবি ভীষণই পছন্দ করেছেন।
16
ছবিতে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম সেনসেশন সালোনি চোপড়াকে। নিজের হট অ্যান্ড বোল্ড ছবি দিয়ে ভক্তদের মন মাতিয়ে দিলেন এই অভিনেত্রী।