স্টেজ শো-তে বোল্ড পারফর্ম্যান্স, বলিউডের নায়িকাদেরও টক্কর দিতে পারেন এই গায়িকা
নেহার ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় তিনি।
১৯৮২-তে জন্ম নেহার। কেরিয়ার শুরু ২০০২ সালে।
নিজের ফিটনেস নিয়ে খুবই সক্রিয় নেহা। আর ছুটির সময় নিজের বিভিন্ন আবেদনময় ছবি শেয়ার করতে পিছপা হন না তিনি।
নেহার ঘোরাফেরার শখ রয়েছে। তাঁর ছবিগুলির ক্যাপশন থেকে বোঝা যায়, সমুদ্র তট তাঁর খুবই পছন্দের।
২০১৭-তে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা মহিলা গায়িকার পুরস্কার পেয়েছিলেন নেহা।
নেহা তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেন।
দেখুন নেহার সেই সাহসী ভঙ্গিমা।
নেহার এই বোল্ড পারফরম্যান্স নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ওই স্টেজ শো-এর সময় কালো রঙের একটা ট্রান্সপারেন্ট পোশাক পরেছিলেন তিনি।
নেহা সম্প্রতি একটি স্টেজ শো-তে খোলামেলা পোশাকে পারফর্ম করতে দেখা গিয়েছে।
টাইগার জিন্দা হ্যায় সিনেমায় স্বাগ সে স্বাগত গানের জন্য জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন সম্প্রতি একটি মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। শুধু গানই নয়, বোল্ড ছবির জন্যও তিনি চর্চার কেন্দ্রে চলে আসেন।