কাল রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যান পদে ভোট, এনডিএ প্রার্থীকে সমর্থন করছে শিবসেনা
Web Desk, ABP Ananda | 08 Aug 2018 09:06 PM (IST)
নয়াদিল্লি: লোকসভায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে অনুপস্থিত ছিল, কিন্তু আগামীকাল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহকে সমর্থন করবে বলে জানাল শিবসেনা। এনডিএ-তে থেকেও বড় শরিক বিজেপির পদে পদে বিরোধিতা করছে উদ্ধব ঠাকরের দল। কিন্তু আজ শিবসেনা সাংসদ অনিল দেশাই জানান, তাঁরা এনডিএ প্রার্থী জনতা দল (ইউনাইটেড) এর হরিবংশকে ভোট দেবেন। সংসদে উচ্চকক্ষে শিবসেনার সদস্য তিনজন। গত মে মাসে পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর শিবসেনা বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেয়। ২০১৯ এর লোকসভা ভোটে তারা একলা চলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বিজেপি সভাপতি অমিত শাহ উদ্ধবের সঙ্গে তাঁর বাসভবন মাতোশ্রী-তে গিয়ে দেখা করে বোঝালেও সিদ্ধান্তের নড়চড় হয়নি। শিবসেনা ছাড়াও বিজেডি, এআইএডিএমকে, তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) কাল হরিবংশকে সমর্থনের কথা ঘোষণা করেছে।