লখনউ: দেশে রাম-মন্দির ইস্যু আদালতের বিবেচনাধীন হলেও, বিদেশে মহা-ধূমধামের সঙ্গে শুরু হল রাম-মন্দিরের কাজ। রাম জন্মভূমি নির্মাণ ন্যাস ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তাইল্যান্ডের আয়ুত্থাতে সম্প্রতি একটি বড় রাম মন্দির নির্মাণস্থলে ভূমিপুজো সম্পন্ন হয়েছে।

এদিন সংগঠনের সভাপতি মহন্ত জনমেজয় শরণ বলেন, আয়ুত্থায় নির্মাণ-পর্ব শুরু হয়েছে। দেশে মন্দির নির্মাণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন হওয়ায় আগে বিদেশেই তৈরি করা হচ্ছে এই মন্দির। যদিওষ তাঁর আশা, দেশের সর্বোচ্চ আদালত তাঁদের পক্ষেই রায় দেবে। আর তেমনটা হলেই, দ্রুত অযোধ্যায় রাম-মন্দিরের কাজ শুরু হবে। মহন্ত জানান, ২০১৯ সালের কুম্ভের আগেই অযোধ্যায় মন্দির-নির্মাণ শুরু হবে।

মহন্ত জানান, তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মধ্যে দিয়ে বয়ে যাওয়া চাও ফ্রায়া নদীর পাড়ে গড়ে উঠবে এই সুবিশাল মন্দির। কথিত আছে, পঞ্চদশ শতাব্দীতে তাইল্যান্ডের রাজধানী ছিল আয়ুত্থু। স্থানীয় ভাষায় যার অর্থ অযোধ্যা। অষ্টদশ শতাব্দীতে বার্মার সেনা যখন এই শহর ধ্বংস করে, তখন নতুন রাজা ব্যাংককে রাজধানী তৈরি করেন। তিনি নিজের নাম রাখেন ‘রাম-১’। তিনি স্থানীয় ভাষায় রামায়ণকে রচনা করেন, যা ‘রামাকিয়েন’ নামে পরিচিত।