কলকাতা: আজ অভিনেত্রী লারা দত্তের (Lara Dutta)-র জন্মদিন। ৪৬ বছরে পা দিলেন অভিনেত্রী। তিনি ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) একই বছরে পা রেখেছিলেন বলিউডে। ২০০০ -এ- মিস ইউনিভার্স হয়েছিলেন লারা। ২০০৩ সালে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর সঙ্গে 'আন্দাজ' ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেখানে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। ত্রিকোণ প্রেমের এই গল্প বলিউডে বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর ও প্রিয়ঙ্কার কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন লারা। 


অভিনেত্রী বলছেন, 'আমার ও প্রিয়ঙ্কার কেরিয়ারকে দেখার নজর একেবারে আলাদা ছিল। আমরা অভিনেত্রী হিসেবেও একে অন্যের চেয়ে ভীষণ আলাদা। আমি অভিনেত্রী হিসেবে নিজের কেরিয়ারটা শক্তপোক্ত করতে চেয়েছিলাম। যাতে কোনও পরিচালক আমায় নার্গিসের মাদার ইন্ডিয়ার মতো চরিত্রে কাস্ট করার সাহস পান। আমি নিজেকে পুড়িয়ে দিতে চাইনি। আমি চাইনি প্রত্যেকটা ছবিতেই দর্শক আমায় দেখুক আর বলুক, 'এই ছবিতেও এ আছে! আমি নিজেকে ব্যালেন্স করে চলতে চেয়েছিলাম।'


প্রথম ছবির জন্য একাধিক পুরস্কার জিতে নেন লারা দত্ত। ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা দত্ত। এই তথ্য জানা থাকলেও এটা কি জানেন,  সৌন্দর্য প্রতিযোগিতায় সবথেকে বেশি নম্বর পাওয়া প্রতিযোগী ছিলেন তিনিই। জানা যায়, বেশিরভাগ বিচারকই তাঁকে ৯.৯৯ স্কোর দিয়েছিলেন।                               


মিস ইউনিভার্সের খেতাব জেতার পর তিনি কেবলমাত্র সৌন্দর্যের দিক থেকেই ইতিহাস তৈরি করেননি। পাশাপাশি সবথেকে বেশি বুদ্ধিমতী প্রতিযোগী হিসেবেও মিস ইউনিভার্সের তালিকায় নিজের নাম তোলেন। একাধিক ভাষায় কথা বলতে পারেন লারা দত্ত। হিন্দি এবং ইংরেজি ছাড়াও পঞ্জাবি, কন্নড়, ফরাসি ভাষায় তুখোড় অভিনেত্রী। শোনা যায়, একবার এক ফ্যাশন ম্যাগাজিনে লারা দত্তের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। অভিনেত্রী সেই ম্যাগাজিনের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন। লারা দত্তের বাবা ছিলেন একজন উইং কমান্ডার। বাবা হিন্দু হলেও তাঁর মা ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। শুধু তাই নয়, লারা দত্তের বড় দিদি এয়ারফোর্সের অফিসার। শোনা যায়, মহেশ ভূপতিকে বিয়ে করার আগে অভিনেতা-মডেল কেলি ডর্জির সঙ্গে সম্পর্কে ছিলেন লারা দত্ত। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পড়াশোনাতেও তুখোড় ছিলেন লারা দত্ত। অর্থনীতি নিয়ে তিনি স্নাতক হন।


আরও পড়ুন: Nandini Gupta Femina Miss India: 'ফেমিনা মিস ইন্ডিয়া'-র খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী সেনগুপ্ত