মুম্বই : শান মানেই 'তনহা দিল'। ২০২০ তে ২০ বছর পূর্ণ করেছে শানের এই গান। কিন্তু আজও তনহা দিলের ক্রেজ অব্যাহত । তাই তনহা দিল ২ এর কথা ভাবছেন শান। ২০২০ থেকেই চলছে এই ভাবনা। এবার তা বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবছেন সঙ্গীত শিল্পী। তবে দুই দশক আগে 'তনহা দিল' ছিল একান্তই প্রেমের গান। আর এবার তনহা দিল  নিয়ে তাঁর ভাবনা একটু অন্যরকম। হালফিলে, শান জানিয়েছেন, তনহা দিল ২ এ মেন্টাল হেলথ নিয়ে কাজ করার কথা ভাবছেন তিনি। নিজের জীবনে খুব কাছের মানুষকে এই সমস্যায় ভুগতে দেখেছেন সঙ্গীত শিল্পী। 

এর আগে , এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে শান তনহা দিল-২ এর দুকলি শোনানও দর্শদের। তিনি জানান, তনহা দিল নিয়ে  স্পেশ্যাল প্রোজেক্ট করার ইচ্ছে ছিল , কিন্তু কোভিডের জন্য ভাবনাচিন্তা অনেকটাই ব্যাহত হয়েছে। গত বছর সেই ইচ্ছে পূর্ণ না হলেও, এই বছর প্রকাশ্যে আনতে চলেছেন তনহা দিল ২ - এর গান। যাতে মানসিক স্বাস্থ্যর কথা বলবে শানের গান। সঙ্গীতশিল্পী বলেন,' এখন বহু মানুষই ডিপ্রেশনের শিকার। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। হাজারো আলোচনা সত্ত্বেও এই সমস্যাগুলো সাধারণ মানুষ বোঝেন না। দরকার চিকিৎসার।  সবাই মনে করে ভালই তো চলছে জীবন । কেন হঠাৎ স্ট্রেস ? কিন্তু নানা কারণে স্ট্রেস আসতে পারে। কাজের স্ট্রেস বা নিজের জীবনের সমস্যা থেকেও স্ট্রেস আসতে পারে। অনেকের আবার বংশগত ভাবে ডিপ্রেশন আসে। ' 



শান জানান, তাঁর স্ত্রীও ক্লিনিক্যাল ডিপ্রেশন ভুগছিলেন। বছরখানেকের উপর চলে এই সমস্যা। কিন্তু আপাতভাবে শানের স্ত্রী রাধিকার জীবনে তেমন কোনও সমস্যা আসার কথাও নয়! কিন্তু কোনও কারণে তাঁকেও ঘিরে ফেলে ডিপ্রেশনের কালো ছায়া।  তাই শানের ভাবনায় এবার মানসিক স্বাস্থ্যের বিষয়টি। তিনি বলেন,  এই সমস্যাটি বোঝা সাধারণের পক্ষে খুব কঠিন। ক্লিনিক্যাল ডিপ্রেশনের প্রপার ট্রিটমেন্ট দরকার। তাছাড়া তিনি বলেন, এঁদের বাইরে থেকে বিচার না করে, কাছ থেকে সমস্যাটি বুঝতে হবে। মানসিকভাবে এঁদের পাশে দাঁড়াতে হবে। ভাগ করে নিতে হবে কষ্ট। আপাতত শানের তনহা দিলের নতুন পর্ব শুনতে আগ্রহী সকলে।