কলকাতা: ছবির পর্দায় যখন তাঁর গল্প সবুজ মাঠে, তখন ছবির প্রচারে এসে তিনি বন্ধ দরজা আর ঠাণ্ডা ঘরে বসে কথা বলবেন তা কী করে হয়! আর তাই, নতুন ছবি 'শাবাশ মিঠু'-র (Sabash Mithu) প্রচার সারতে তাপসী পান্নু (Tapsee Pannu) হাজির হলেন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্স-এ (Eden Gardens)। শুধু কী তিনি? সঙ্গে ছিলেন তাঁর হাত ধরে তিনি হয়ে উঠেছেন মিঠু, সেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আর হ্যাঁ, অবশ্যই রইলেন বাস্তবের মিঠু অর্থাৎ মিতালি রাজ (Mithali Raj)


১৫ জুলাই মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত 'শাবাশ মিঠু'। ইডেনে এসে মিতালি বললেন, 'ইডেন গার্ডেন্স ক্রিকেটের অন্যতম আঁতুরঘর। এখানে এসে প্রতিবার ভীষণ ভালো লাগে। এখানে খেলা সত্যিই একটা বড় পাওয়া। শাবাশ মিঠু-র প্রচারে ভালো লাগছে এখানে এসে।'


আর ছবির মিঠু অর্থাৎ তাপসী বলছেন, 'ইডেন গার্ডেন্সের অনেক ম্যাচ টিভিতে দেখেছি। আজ এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। কখনও ভাবিনি একটা ছবির প্রচারে এখানে আসব। খেলার দুনিয়ার এই জায়গাটার ইতিহাস বোঝা আর জানা সত্যিই এতটা অনন্য অভিজ্ঞতা।'


আরও পড়ুন: Tota Roy Chowdhury: ছোটবেলায় ক্যাপ-পিস্তল হাতে নিয়ে ফেলুদা হওয়ার স্বপ্ন দেখা শুরু, জন্মদিনে তা সত্যি হওয়ার গল্প বললেন টোটা


পরিচালক সৃজিত বলছেন, 'আমার মনে হয়, সবসময় ইনিংস ঘরের মাঠ থেকেই শুরু করা উচিত। এখানে ছবির প্রচারে আসতে পারা একটা অন্যরকম অভিজ্ঞতা।' ভায়াকম ১৮ স্টুডিও এই ছবিটি প্রযোজনা করছে। 


২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮ জুন ২০২২, ইতি টেনেছেন মিতালি রাজ। উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করেছেন। ১২টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছেন ৬৯৯ রান। শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিক থেকে শুরু করে ওয়াসিম জাফরের মত ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন মিতালিকে।