মুম্বই: দীপাবলিতে নিজের পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন শাহরুখ খান। ছবিতে ছিল গৌরী, শাহরুখ ও তাঁদের ছোট ছেলে আবরাম। ছবিতে তাঁদের তিনজনের কপালেই ছিল তিলক। এই ছবি দিয়েই ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান শাহরুখ। এই ছবি সামনে আসার পরই শাহরুখকে তীব্র কটাক্ষ করেন কট্টরপন্থীরা। তিলক লাগানোর জন্য শাহরুখকে ‘প্রকৃত মুসলিম নন’ বলে কটাক্ষ করেন। বিস্তর ট্রোল হতে হয় শাহরুখকে এই পোস্ট নিয়ে। এই ট্রোলের বিরোধিতা করে এবার মুখ খুললেন শাবানা আজমি। নিজে টুইট করে ভারতের ধর্ম সমন্ময় ও ভারতীয় রীতিনিতির কথা মনে করিয়ে দেন তিনি। এই  'কট্টর চিন্তাভাবনা' য় আহত হওয়ার কথাও ব্যক্ত করেন বর্ষীয়ান এই অভিনেত্রী। 'ইসলাম এত ঠুনকো নয় যে ভারতের সুন্দর সংস্কৃতিতে ভেঙে পড়বে। ভারতীয় সংস্কৃতি গঙ্গা যমুনা তেহজিত-এর সংস্কৃতি' লেখেন তিনি। এই প্রথম নয়, এর আগেও হিন্দু রীতিনিতি পালন নিয়ে ট্রোলড হতে হয়েছে শাহরুখকে। গণেশ চতুর্থীতে তাঁর প্রার্থনা করার ছবি নিয়েও ট্রোলড হতে হয়েছিল শাহরুখকে।