মুম্বই: শোয়ের সঞ্চালক হিসেবে দুরন্ত শাহরুখ খান ও অক্ষয় কুমার। এমনটাই মনে করেন সলমন খান। তাঁর মতে, একইসঙ্গে, তিনজনের তিনটি রিয়্যালিটি শো টিভি-র পর্দায় আসছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাও জোরদার হবে।


একদিকে, সলমন খান ‘বিগ বস’-এর একাদশতম সিজনের শুরু নিয়ে তোড়জোড় শুরু করেছেন। অন্যদিকে, শাহরুখ খান তাঁর ‘টেড টক’ এবং অক্ষয় কুমার তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ নিয়ে হাজির হচ্ছেন টিভির পর্দায়।


এই প্রসঙ্গে বিগ বস-এর আসন্ন মরশুমের লঞ্চ অনুষ্ঠানে সলমন জানান, ওরা দুজনই অসাধারণ সঞ্চালক। শাহরুখ দুরন্ত। ওর নিজস্ব স্টাইল, পার্সোনালিটি, ক্যারিশ্মা ও স্যোয়াগ রয়েছে। অক্ষয়ও ভাল। ওর আবার দারুন কৌতুক করতে পারে। পাশাপাশি, অক্ষয় বুদ্ধিপীপ্ত।


সলমন মনে করেন, আসন্ন মরশুমে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে। সঙ্গে সহাস্যে যোগ করেন, অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা ওদের জন্য..।