দার্জিলিং:  ১০৫ দিন পর অবশেষে পাহাড়ে উঠল বনধ। আজ সকাল থেকে দার্জিলিং,কালিম্পং কার্শিয়ং-সহ পাহাড়ের সমস্ত জায়গাতেই খোলা হয়েছে দোকান বাজার। চালু হয়েছে বাস এবং অন্যান্য গাড়ির পরিষেবা। সমতল থেকে পাহাড় ও পাহাড় থেকে সমতলে আসছে গাড়ি।


বনধ শুরু হওয়ার পর জলপাইগুড়ির রেস কোর্স এলাকায় আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের বহু মানুষ। বনধ প্রত্যাহার হওয়ায় আজ সকাল থেকে তাঁদের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেন। গতকালই বিবৃতি দিয়ে মোর্চাকে বনধ প্রত্যাহারের জন্য আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এর পরই মোর্চা নেতা বিমল গুরুঙ্গ বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করেন।