মুম্বই: সম্প্রতি ক্রুজ কর্ডেলিয়া মাদক মামলায় ক্রিনচিট পেয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। গত বছরের শেষের দিকে মাদক মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। সদ্য তাঁকে ক্লিনচিট দিয়েছে পুলিশ।
একটি বিশেষ তদন্তকারী দল (SIT) -এর তদন্তে আরিয়ান খানকে নির্দোষ বলে দাবি করা হয়েছে। এনসিবির ডেপুটি ডিরেক্টর সঞ্জয় সিংহ এই বিশেষ তদন্তকারী দলের মাথায় ছিলেন। তিনিই কথা বলেছিলেন শাহরুখ খানের সঙ্গে।
শাহরুখের সঙ্গে সেই সাক্ষাৎকার নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছে সঞ্জয় সিংহ। তিনি জানিয়েছেন, তাঁর ছেলের মানসিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন শাহরুখ খান। যখন মাদক বিতর্ক তুঙ্গে সেইসময় আরিয়ানের মনের ওপর দিয়ে ঠিক কী ঝড় গিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, রাতে ঘুমাতে পারতেন না আরিয়ান। তাঁকে সঙ্গ দিতেন শাহরুখ। কিং খানের কথায়, 'সমাজ আমাদের কোনও দানব বা বড় দোষীদের সঙ্গে তুলনা করেছিল যারা সমাজকে ধ্বংস করতে এসেছে।'
আরও পড়ুন: Darshana Banik: মেয়েদের ছবিতে যখন মেয়েরাই কুরুচিকর মন্তব্য করেন, খারাপ লাগে: দর্শনা
আরিয়ান জানিয়েছেন, তাঁকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারীর চোখে দেখা হত। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহ যিনি বিশেষ তদন্তকারী দলের কর্তাও, তিনি সম্প্রতি আরিয়ান খানের সঙ্গে কথপোকথনের কিছু অংশ প্রকাশ্যে এনেছেন। যেখানে খোলা মনে আরিয়ান তাঁর সঙ্গে অনেক কথা বলেছেন। সঞ্জয় সিংহের বক্তব্য অনুযায়ী, আরিয়ান তাঁকে বলেন, 'স্যর, আপনারা আমাকে আন্তর্জাতিক মাদক চক্রের পাচারকারী হিসেবে বর্ণিত করেছেন। যেন আমি আন্তর্জাতিক স্তরে মাদক পাচার করে থাকি। মনে হয় নাকি এই অভিযোগের কোনও ভিত্তিই নেই? সেদিন ওঁরা আমার কাছ থেকে কোনওরকমের মাদক পাননি। তাও আমাকে গ্রেফতার করা হল। স্যর, আপনারা আমার সমস্ত মান সম্মান, আমার মর্যাদা হানি করেছেন। আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন। কেন আমাকে এতগুলো সপ্তাহ জেলে কাটাতে হল? আমার কী এগুলো প্রাপ্য ছিল?'