কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বোধহয় বেশ গা সওয়া হয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রীদের। তবে এখনও কিছু কিছু মন্তব্য যেন ঝেড়ে ফেলা যায় না মন থেকে। পোশাক থেকে শুরু করে কথা বলার ধরণ বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যে কোনও মতামতই প্রকাশই অনেক সময় ট্রোলিং হয়ে ফিরে এসেছে সেই অভিনেতা বা অভিনেত্রীর কাছেই। আর জনতার রায়ে যে জীবন কতটা তোলপাড় হতে পারে তা প্রমাণ করে দিয়েছে সদ্য ঘটে যাওয়া রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi) ঘটনাই। 


নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার জায়গা অর্জন করে নিয়েছেন দর্শনা বণিক (Darshana Bonik)। কিন্তু তাঁকেও একাধিকবার সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর মুখোমুখি পড়তে হয়েছে। এবিপি লাইভের সঙ্গে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে দর্শনা বললেন, 'একবার একটি রিল করতে গিয়ে আমি হাত কাটা ব্লাউজ পরেছিলাম। সেই পোশাক নিয়ে কম ট্রোলিং হয়নি। এমনকি বহুবার এটাও বলা হয়েছে আমি ন্যাকা। আমার কথা বলার ধরণ বাচ্চাদের মতো। কিন্তু আমি এই রকমই। আমি একবার একটি শো-তে গিয়ে মন্তব্য করেছিলাম, আমার দক্ষিণ ভারতীয় মানুষকে বিয়ে করার ইচ্ছা রয়েছে, কারণ আমার মনে হয় ওঁরা খুব সংস্কৃতি সচেতন হন। আমার সেই মন্তব্য নিয়েও আমায় কটাক্ষ করেছিলেন অনেক বাঙালি। আমি কিন্তু কাউকে নিচু করে দেখাতে চাইনি।'


আরও পড়ুন:Prosenjit Chatterjee: এবার ছবি পরিচালনায় প্রসেনজিৎ?


এখানেই থামলেন না অভিনেত্রী, বললেন, 'কিছু মানুষ আছে যাঁরা সবসময়েই খারাপ মন্তব্য করেন। মেয়েদের পোশাক তাঁদের কাছে বিষয় নয়। কিন্তু আমার তখনই খারাপ লাগে যখন মেয়েরাও মেয়েদের ছবিতে অসম্মানজনক মন্তব্য করেন। তাঁরা অনেকেই হয়তো আমার বয়সী, অনেকে আবার আমার মাতৃস্থানীয়া। তাঁদের থেকে কুরুচিকর মন্তব্য শুনতে একজন মেয়ে হিসেবে খুব খারাপ লাগে।' 


আপাতত বিদেশ সফরে গিয়েছেন দর্শনা। সদ্য মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) আর ওম সাহানি (Om Sahani)। এই ছবিতে একটি আইটেম গানে নাচ করেছেন দর্শনা বণিক।