Shah Rukh Khan: মন্নত থেকে দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন তিনি। কখনও ছুড়ে দিচ্ছেন চুম্বন। দু'দিকে হাত ছড়ানো চেনা পোজেও দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে এক নিমেষে হৃদয় জয় করে নেওয়া গালে টোল ফেলা সেই হাসি। শাহরুখ খানের জন্মদিন মানেই এটাই মুম্বইয়ের চেনা ছবি। তবে এবার হল ছন্দপতন। বাদশা এলেন না প্রকাশ্যে। মন্নতের বাইরে ভিড় করা হাজার হাজার মানুষ, যাঁরা একঝলক 'কিং খান'-কে দেখবেন বলেই জড়ো হয়েছিলেন, তাঁরা পেলেন না বলিউডের বেতাজ বাদশার দর্শন।
এত বছরের নিয়মে কেন এবার ছন্দপতন
এক্স মাধ্যমেই নিজেই কারণ জানিয়েছেন শাহরুখ খান। অনুরাগীদের জন্য বার্তা দিয়ে বাদশা লিখেছেন, কর্তৃপক্ষের উপদেশে এবারটা আর প্রতি বছরের মতো মন্নতে দাঁড়িয়ে সকলের সঙ্গে দেখা করা হবে না তাঁর। অপেক্ষারত সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। শাহরুখ জানিয়েছেন, তিনি অত্যন্ত দুঃখিত। কিন্তু সকলের নিরাপত্তার জন্য, ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহরুখ লিখেছেন, 'ধন্যবাদ আমায় বোঝার জন্য। আমায় বিশ্বাস করার জন্য। আপনাদের সঙ্গে দেখা না হওয়াটা আমি আপনাদের থেকেও অনেক বেশি মিস করব। সবাইকে ভালবাসি।'
৬০তম জন্মদিনের দিনই দর্শকদের বড় উপহার দিয়েছিলেন কিং খান। আসছে তাঁর ছবি 'কিং'। আজই প্রকাশিত হয়েছে তার টিজার। আগামী বছর ক্রিসমাসে রিলিজ হবে এই ছবি।
টিজার দেখেই বোঝা গিয়েছে, এই ছবিতে মারকাটারি অ্যাকশন করবেন শাহরুখ খান। 'সল্ট অ্যান্ড পিপার' লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। সেই সঙ্গে ঝলক মিলেছে দুরন্ত কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের। টিজার রিলিজের পরেই যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে, তাতে অনুমান শাহরুখের এই ছবিও বক্স অফি কাঁপাবে। এখন অপেক্ষে ট্রেলারের।