Lava Agni 4 5G: লাভা আগ্নি ৪ ভারতে লঞ্চ হতে চলেছে নভেম্বর মাসে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ৪। এটি একটি ৫জি ফোন হতে চলেছে। লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। 

Continues below advertisement

লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 8350 চিপসেট। এই ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ভারতে এর দাম শুরু হতে পারে ২৫ হাজারের নীচে। অর্থাৎ লাভা অগ্নি ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম দেশে ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোনে ক'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তাও জানা যায়নি এখনও। 

Continues below advertisement

ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা লাভা- র নতুন ফোন লাভা অগ্নি ৪ মডেল। নভেম্বর মাসে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। আগের মডেলের তুলনায় ডিজাইনের আপগ্রেড হবে লাভা অগ্নি ৪ ফোনে। 

এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। লাভা শার্ক ২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অরোরা গোল্ড এবং ইক্লিপস গ্রে - এই দুই রঙে লাভা শার্ক ২ ৪জি ফোন লঞ্চ হয়েছে।