মুম্বই: ডেনিম জ্যাকেট আর চোখে সানগ্লাস, নিজস্ব স্টাইলে 'থাম্বস আপ' দেখাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। নাহ.. কেবল সাধারণ ছবি নয়, এটি একটি ঘোষণা। ছবির পাশে লেখা, 'এসআরকে প্লাস' শীঘ্রই আসছে।
মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন শাহরুখ খান। নিজের একটি ছবি আর পাশে লেখা, 'এসআরকে প্লাস' শীঘ্রই আসছে। ক্যাপশানে শাহরুখ লিখেছেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে (ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।)' কীসের ইঙ্গিত? নতুন ছবি? ওটিটি প্ল্যাটফর্ম? ওয়েব সিরিজ? এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হয়েছিল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে। সংস্থার তরফ থেকেও বজায় রাখা হয় ধোঁয়াশা। জানানো হয়, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।
সদ্য প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'-এর টিজার। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রযোজনায় 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)।
আরও পড়ুন: 'স্বপ্নসন্ধানী' থেকে স্বপ্নের শুরু, কৌশিক-অনির্বাণকে 'টিকটিকি'-তে পেয়ে আপ্লুত ধ্রুব
সদ্য ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে কিং খান লেখেন, 'আমি জানি দেরি হয়ে গেল... কিন্তু তারিখটা মনে রাখবেন... পাঠান সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">