ইউরোপের সংবাদমাধ্যম দাবি করেছিল, একটি ব্যক্তিগত বিমানে চড়ে যাচ্ছিলেন শাহরুখ। সেই বিমানে আরও সাত জন ছিলেন। বিমানটি ভেঙে পড়ায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। ট্যুইটে একটি মজার ছবি দিয়ে শাহরুখ তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, সেটে দুর্ঘটনার জেরে শ্যুটিং কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ফের শুরু হবে শ্যুটিং। ট্যুইট করে বিমান দুর্ঘটনায় মৃত্যুর গুজব ওড়ালেন শাহরুখ
Web Desk, ABP Ananda | 02 Jun 2017 05:17 PM (IST)
মুম্বই: শাহরুখ খান না কি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন! ইউরোপের একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রচারিত হয়েছিল। ট্যুইট করে বলিউড বাদশা জানিয়ে দিলেন, সেই খবর মিথ্যা। দুর্ঘটনায় তিনি অবশ্যই পড়েছিলেন। তবে সেটা বিমান দুর্ঘটনা নয়। ইমতিয়াজ আলির একটি ছবির শ্যুটিং চলাকালীন সেটের ছাদ ভেঙে পড়ে। তাতে দু’জন আহত হন। তবে শাহরুখ অক্ষতই আছেন।