কলকাতা: প্রথমে সলমন খান (Salman Khan) আর তারপরে, শাহরুখ খান (Shah Rukh Khan)। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-কে দেখতে হাসপাতালে পৌঁছলেন, কিং খান। ১ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তবে আজ বিকেল থেকেই অভিনেতার অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করতে হয়। এই খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন স্বয়ং হেমা মালিনী (Hema Malini)। এরপরে হাসপাতালে পৌঁছন সানি দেওল আর ববি দেওল। আর, সোমবার অনেকটা রাতে, হাসপাতালে বর্ষীয়ান অভিনেতাকে দেখতে পৌঁছন শাহরুখ খান।
যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, গাড়ি করে ছেলে আরিয়ানকে নিয়ে হাসপাতালে আসেন শাহরুখ খান। তাঁরা সোজা গাড়ি নিয়ে হাসপাতালে ঢুকে যান। এর কিছুক্ষণ আগেই হাসপাতালে এসেছিলেন সলমন খান। তিনি ও বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করে বেরিয়ে যান। এরপরে, অনেকটা রাতে হাসপাতালে আসেন শাহরুখ খান। এর আগে, হেমা মালিনী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। তাঁর বয়সের কারণেই তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাস়পাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা, আজ তাঁকে সেখানে দেখতে যান সলমন খান। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন তিনি, এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সলমন খানের হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য। সলমন ছাড়াও, হাসপাতালে আসেন ববি দেওল ও ইশা দেওল। হাসপাতালে আসেন ববি দেওলের স্ত্রী তন্যা দেওল ও। হাসপাতালে আসেন কর্ণ ও রাজীব দেওল ও। এদিন, হাসপাতালে পৌঁছতে না পারলেও, ভারতী সিংহ ও জেনেলিয়া ডি'সুজার মুখে শোনা যায় ধর্মেন্দ্রর সুস্থতার প্রার্থনা।
ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালীনই শহরের বাইরে গিয়েছিলেন হেমা। সেই সময়ে পাপারাৎজিরা তাঁর কাছে জানতে চায়, কেমন আছেন ধর্মেন্দ্র? সেই সময়ে হেমা মালিনী হাত নেড়ে জানান যে, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। সেই কারণেই তিনি শহরের বাইরে যাচ্ছেন। তবে এদিন ধর্মেন্দ্রর অবস্থার অবনতি হওয়ায় তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে ধর্মেন্দ্রর পরিবারের অন্যরাও রয়েছেন। আপাতত বর্ষীয়ান অভিনেতাকে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা আশাবাদী যে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়িই এই সংকট কাটিয়ে উঠবেন।