দূরদর্শনের ওই অনুষ্ঠানের দুই অ্যাঙ্করের মধ্যে একজন শাহরুখ। অন্য অ্যাঙ্করের পরিচয় জানা যায়নি। অনুষ্ঠানের চিত্রনাট্য অনুযায়ী, শাহরুখ জানতে চাইছেন, কুমার শানু কিশোর কুমারের মতো গান করেন কিনা।
কী আশ্চর্য! ভবিষ্যত এই দুজনেই মিলিয়ে দিয়েছিল বলিউডে। শাহরুখের লিপে একের পর এক ব্লকবাস্টার গান গেয়েছেন শানু। ''তুঝে দেখা তো ইয়ে জানা সনম'', ''ইয়ে কালি কালি আঁখে'', ''মেরি মেহেবুবা'', ''বাজিগর'', ''অ্যায় কাশ কে হম''-এর মতো গান তুমুল জনপ্রিয় হয়েছে।
দূরদর্শন-যুগের শাহরুখ ১৯৮৯-এ ''ফৌজি''-র মাধ্যমে টেলিভিশন সিরিজে অভিষেক ঘটে শাহরুখের। যদিও লেখ ত্যান্ডনের দিল দরিয়া-তে তিনি প্রথম অভিনয় করেছিলেন। ১৯৮৮-তে শ্যুটিং শুরু হলেও তা সম্প্রচারের ক্ষেত্রে বিলম্ব হয়। আজিজ মির্জার টেলিভিশন সিরিজ সার্কাস এবং ১৯৯১-এ মণি কউলের মিনিসারিজ ইডিয়ট-এও অভিনয় করেন তিনি।
১৯৯২-এ দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখের।