বুয়েনস এয়ার্স: কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা জুড়ে একটাই আওয়াজ-ফিরো এসো মেসি। এই কোরাসে সুর মিলিয়েছিলেন দিয়েগো মারাদোনাও। এখন অবশ্য তিনি বলছেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে মেসিকে একা ভাবতে দেওয়া হোক। লা রেড রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে একথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফাইনালে পেনাল্টি মিস করায় যাঁরা মেসির সমালোচনা করছেন তাঁদেরও একহাত নিয়েছেন দিয়েগো।     মেসির দোষ যাঁরা  খুঁজে বেড়াচ্ছেন, তাঁরা কোনওদিন ফুটবলে পা দিয়েছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন দিয়েগো।
কোপার ফাইনালে আর্জেন্টিনা হারলেও মেসির জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন ফুটবলের রাজপুত্র।
উল্লেখ্য, কোপার আগে মেসির সমালোচনায় মুখর ছিলেন ১৯৮৬-র আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।  বলেছিলেন, দলকে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব মেসির নেই। কিন্তু আধুনিক ফুটবলের যুবরাজের অবসর ঘোষণার পরই সুর পাল্টে ফেলেন মারাদোনা। দেশের অন্যান্যদের মতো তিনিও মেসিকে ফের নীল-সাদা জার্সিতে খেলার আর্জি জানিয়েছিলেন। আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতো খেলুক মেসি, এমনই মন্তব্য করেছিলেন মারাদোনা।
কিন্তু গতকাল কিছুটা সুর পাল্টে আর্জেন্টিনার প্রাক্তন কোচ বলেছেন, এখন মেসিকে এখন ছুটি কাটাতে দেওয়া হোক। এখন থেকে আমাদের একটা সম্মিলিত ধারনা গড়ে তুলতে হবে এবং মেসি যদি আর না খেলতে চায় তাহলে একটা আলাদা দল গড়তে হবে।