শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দুই আত্মীয়র মধ্যে বিবাদের জেরে বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হল মাথাভাঙা (Mathabhanga)। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।


দুই আত্মীয়র মধ্যে তুমুল বচসায় উত্তপ্ত মাথাভাঙা-


স্থানীয় সূত্রে খবর, নিলিপা খাতুন নামে এক মহিলা অভিযোগ জানিয়েছেন যে, তিনি কাকা শ্বশুরের মেয়েকে বিয়েতে সহযোগিতা করেন। তারপর থেকে তাঁর কাকা শ্বশুরের ছেলে এবং কাকা শ্বশুর বিভিন্ন সময় তাঁকে হেনস্থা করেন। মারধর করারও অভিযোগ তোলেন তিনি। কাকা শ্বশুর এবং তাঁর ছেলের বিরুদ্ধে তিনি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার আরও অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের করার পর গতকাল তাঁর কাকা শ্বশুরের ছেলে এবং কাকা শ্বশুরের পরিবারের লোকেরা তাঁদের বাড়িতে গিয়ে ভাঙচুর করেন। অন্যদিকে আবার নিলিপা খাতুনের দেওর রাব্বিল হোসেন অভিযোগ তুলেছেন অন্য। তাঁর অভিযোগ, তাঁদের পরিবারের সঙ্গে নিলিপা খাতুনের পরিবারের বিবাদ ছিল। তিনি গতকাল মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যে, তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বোমাবাজিও করা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রাব্বিল হোসেনের বাবাকে আটক করে পুলিশ।


আরও পড়ুন - Paresh Adhikary Update: 'বিয়ের আগেই চাকরি পান স্ত্রী, সব অভিযোগ মিথ্যে', পরিবারের ৩২ জনের চাকরি নিয়ে জবাব পরেশের


জানা গিয়েছে, আজ সকালে ঘটনাস্থলে যান মাথাভাঙা থানার এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আটক করতে দৌড়োদৌড়ি করে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। অবশেষে বেশ কিছুক্ষণের দৌড়োদৌড়ির পর দুজনকে আটক করে মাথাভাঙা থানার পুলিশ। আটক করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।