কলকাতা: বলিউডে যেমন, 'খুল্লাম খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো...', তেমনই আবার.. 'দো দিল মিল রাহে হ্যায়.. মগর চুপকে চুপকে..'। অর্থাৎ, কখনও কখনও নিজেদের প্রেমের কথা একেবারে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন নায়ক-নায়িকা, কখনও আবার, প্রেম হয়েছে খুব গোপনে। এমনকি, যাঁর ছবির গানের লাইন ধার করা হয়েছে প্রথম লাইনে, সেই 'বাদশাহ'-কে জড়িয়েও নাকি রয়েছে এমন ঘটনা! গোপন প্রেম, এমনকি বিয়েও!


শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র প্রেমের সম্পর্কের কথা 'ওপেন সিক্রেট'। দীর্ঘদিন পেরিয়ে গেলেও, এখনও কানাঘুষোয় উঠে আসে, শাহরুখ-প্রিয়ঙ্কার প্রেমের সম্পর্কের কথা। ২০০৬ সালে ফারহান আখতারের 'ডন'-এ প্রথমবার একসঙ্গে কাজ করেন শাহরুখ-প্রিয়ঙ্কা। 'জঙ্গলি বিল্লি'-র সঙ্গে 'ডন'-এর সেই জুটি, মন কেড়েছিল দর্শকদের। এরপর, ২০১১। 'ডন ২'। সেই ছবিও ফিরিয়ে দেয় এই জুটিকে। 


তারপরেই, বিভিন্ন পার্টি থেকে শুরু করে সংবাদমাধ্যমের সামনে আসা... সবসময়েই প্রিয়ঙ্কা আর শাহরুখকে দেখা যেত পাশাপাশি। অনেকেই হয়তো বুঝতেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে কিছু বেশিই। তবে শাহরুখ সবসময় বলতেন, তিনি ও প্রিয়ঙ্কা কেবল ভাল বন্ধু। ২০১২ সালে, কর্ণ জোহরের (Karan Johar)-এর পার্টিতে প্রিয়ঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ। আর 'পিগি চপস' পার্টিতে আসা মাত্রই তাঁকে সম্ভাষন জানানোর জন্য এগিয়ে যান শাহরুখ। এই দৃশ্য নজর এড়ায়নি কারও। শাহরুখ এগিয়ে এসে প্রিয়ঙ্কার গালে চুম্বন করেছিলেন। আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন, শাহরুখের স্ত্রী গৌরীও। 


গৌরী শাহরুখ ও প্রিয়ঙ্কার এই সম্পর্ক নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। শোনা যায়, শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কা যাতে আর জুটি না বাঁধতে পারে, একসঙ্গে কাজ না করতে পারে, সেই ব্যবস্থাও করেছিলেন গৌরী। এরপরে অবশ্য শাহরুখ ও প্রিয়ঙ্কাকে খুব একটা প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি। তবে সেখানেই শেষ হয়নি তাঁদের সম্পর্ক।


শোনা যায়, ২০১৩ সালে, টরোন্টোতে, ইসলামিক রীতি মেনে, মধ্যরাতে গোপনে বিবাহ করেছিলেন শাহরুখ-প্রিয়ঙ্কা। ফিরে এসে অবশ্য একসঙ্গে থাকেননি তাঁরা। যে যাঁর বাড়িতেই থাকতে শুরু করেন। প্রিয়ঙ্কার বাবা চেয়েছিলেন, মেয়ে বিয়ে করে সংসার করুক, কিন্তু কিং খানে মজে প্রিয়ঙ্কার মন। গৌরীর সঙ্গে বিচ্ছেদ না হওয়ায়, শাহরুখের সঙ্গে প্রেমের কথা কখনোই নাকি প্রকাশ্যে আনতে পারেননি পিগি চপস। 


অন্যদিকে এই কানাঘুষো নিয়ে একবার শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার মনে হয়, এই ধরনের কথা বলা অসম্মানজনক। প্রিয়ঙ্কা আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। ও আমার মনের খুব কাছের আর সবসময় তাই থাকবে।'


আরও পড়ুন: Sugar Cravings: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা


আরও পড়ুন:Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?