কলকাতা: ভয়ের আরেক নাম ভূস্বর্গ। মৃত্যু উপত্যকা কাশ্মীর। অথচ গতকাল দুপুর পর্যন্তও সব ঠিকঠাক ছিল। কেউ গিয়েছিলেন মধচন্দ্রিমা উদযাপনে। কেউ গিয়েছিলেন পরিবারকে নিয়ে, একটু ভাল সময় কাটাতে। কাশ্মীরে এখন টিউলিপের মরসুম। কাজেই সেখানে হাজার হাজার পর্যটকের জমায়েত হয়েছিল এই সময়, প্রত্যেক বছরের মতোই। কিন্তু মঙ্গলবার দুপুরেই বদলে গেল সবটা। জঙ্গি হামলায় মিনি স্যুইটজারল্যান্ড এখন ভয়াবহ, দুঃস্বপ্নের। কাশ্মীরে জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও যেন সেই স্মৃতি, সেই ছবি, সেই আলোচনা একটা ফোঁটাও শান্তি দিচ্ছে না সাধারণ মানুষকে। কেউ যেন ভুলতে পারছেন না নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬, আহত একাধিক। আর এবার এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান (Salman Khan)।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, 'পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করার জন্য, রাগ প্রকাশ করার জন্য আমার ভাষা নেই। এই সময়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে ওই পরিবারগুলোর জন্য প্রার্থনা করা, তাঁদের জন্য সমব্যথী হওয়া ছাড়া সত্যিই আর কিছু করার নেই। একটা জাতি হিসেবে আমাদের একসঙ্গে হতে হবে, নিজেদের জন্য দাঁড়াতে হবে, এই নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতে হবে।'
এই হত্যালীলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন সলমন খান। লিখেছেন, 'কাশ্মীর, মর্তের স্বর্গ এখন নরকে পরিণত হয়েছে। যে সমস্ত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আমি মন থেকে তাঁদের পরিবারের সঙ্গে রয়েছি। একজন নিরীহ মানুষকে মারাও গোটা পৃথিবীকে মারার সমান।'