ওই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে বিয়ে বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে শাহরুখকে। আর তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন অতিথিরা। ভিডিওতে শাহরুখ খানের আগমনের ঘোষণা করতে শোনা যাচ্ছে এবং তাঁর নাম শুনেই সেখানকার অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন।
দেহরক্ষীদের নিয়ে সেখানে পৌঁছন শাহরুখ। এরপর বর ও কনের কাছে গিয়ে তাঁদের শুভেচ্ছা জানান তিনি।
এই ভিডিও কোনও সময়ের এবং কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি। কিন্তু শাহরুখের এই ভিন্ন মেজাজ তাঁর অনুরাগীদের বেজায় পছন্দ হয়েছে।
এক অনুরাগী মন্তব্য করেছেন, কেউ কীভাবে এত ভালো হয়..আমি বলতে চাইছি যে, তাঁর মন কতটা বড়। শাহরুখ সবার কাছে প্রেরণা।
আর এক অনুরাগী লিখেছেন, শাহরুখ খান খুবই বিনয়ী।