নয়াদিল্লি: তখনও তিনি সুপারস্টার হননি। দিল্লির এক সাদামাটা ছেলে। কিং খান হবেন স্বপ্নেও ভাবেননি সেই শাহরুখ। সেই সময় এক সদ্য কিশোরীর সঙ্গে শাহরুখের প্রেম! কিন্তু তাঁকে গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে গিয়ে কী বিপত্তিতে পড়েছিলেন, সে কথা একবার কপিল শর্মার শো-তে গিয়ে বলেন শাহরুখ।
শাহরুখের কথায়, 'তখন থাকতাম গ্রিন পার্কে। সদ্য-সদ্যই এক গার্লফ্রেন্ড হয়েছে। তাকে নিয়ে দেদার ঘুরছি। হঠাৎ একদিন সামনে একদল যুবক!'
তারপর? ঠিক যেন সিনেমা! কিন্তু সে-কথা মনে করলে আজও শিউরে ওঠেন তিনি। টিভি শো-এ এসে অন্তত তেমনটাই বলেন শাহরুখ!
'সেদিন একদন ছেলে আমায় ঘিরে ধরল। বলল, বল কে এ? আমিও বললাম, আমার গার্লফ্রেন্ড। সঙ্গে সঙ্গে সে এগিয়ে এসে বলল, গার্লফ্রেন্ড নয়, তোর বউদি রে! তারপরও আমি বললাম, আমার গার্লফ্রেন্ড ও। ওরাও নাছোড়। বল বউদি! এরপর যেই আমার মুখ থেকে গার্লফ্রেন্ড শব্দটা বেরিয়েছে, অমনি একটা মাটির ভাঁড় এসে পড়ল আমার মুখের উপর। তারপর বেদম মার!'
রসবোধে শাহরুখ বরাবরই অনেযদের থেকে আলাদা। ২০১৬ য় কপিল শর্মার শো-এ এসে তিনি বলেন, 'আরে তারপর থেকে তো নিজের বউকে নিয়েও দিল্লিতে বেরোলে বউদি বলে পরিচয় দিই।'
আজ ৫৫ এ পড়লেন শাহরুখ। করোনাকালে সুপারস্টারের জন্মদিন কীভাবে পালিত হবে, তা নিয়ে উৎসাহিত অনুরাগীরা। বিভিন্ন ফ্যানক্লাব যদিও এরই মধ্যে নানা পরিকল্পনা সেরে ফেলেছে। তবে সকলেই আশা করে আছে, আগামী ছবির বিষয়ে যদি শাহরুখ এবার কিছু ঘোষণা করেন!
দিল্লির রাস্তায় বেরোলে গৌরিকেও বউদি বলে পরিচয় দিতে হয়! কেন এমন বলেছিলেন শাহরুখ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 11:50 AM (IST)
Shah Rukh Khan Birthday: রসবোধে শাহরুখ বরাবরই অনেযদের থেকে আলাদা। ২০১৬ য় কপিল শর্মার শো-এ এসে তিনি বলেন, 'আরে তারপর থেকে তো নিজের বউকে নিয়েও দিল্লিতে বেরোলে বউদি বলে পরিচয় দিই।'
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -