মুম্বই: আগামী সিনেমা জিরো-র সেটে মকর সংক্রান্তি উদযাপন করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ঘুড়ি উড়িয়ে কিং খান পালন করলেন মকর সংক্রান্তি। সেই ছবি গতকাল রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। শাহরুখ ক্যাপশনে লিখেছেন, সারা দেশের কৃষকদের ফসল তোলা ও সুখের এই উত্সব আনন্দ এল রাইয়ের জিরো-র সেটে
আনন্দ ঘুড়ি উড়িয়ে পালন করছি। দারুণ মজার।





শাহরুখের এই সিনেমায় দেখা যাবে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকেও।
সিনেমায় শাহরুখকে বামনেপ ভূমিকায় দেখা যাবে। কোনও মানুষের জীবনে অসম্পূর্ণতা নিয়েই এই ছবি।
আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।