ব্যাটসম্যানদের এই ব্যর্থতার মাঝে কোহলির দাপুটে ইনিংস ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। এমন কিছু শট খেলেছেন, যা দেখে রোমাঞ্চিত হয়েছেন প্রত্যেকেই। ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন অধিনায়ক।
১৫০ রান পূর্ণ করার পর কোহলি মনে করলেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। বিয়ের আংটিতে চুম্বন এঁকে স্ত্রীকে বার্তা দিলেন ভারতের রান মেশিন। আগের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এখন কাজের জন্য দেশে ফিরে এসেছেন তিনি।
বিরুষ্কার অনুরাগীরা কোহলিকে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে উচ্ছ্বসিত। তাঁর আর দেরি না করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। সেই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।