মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan) শেষ বার পর্দায় দেখা গিয়েছিল পাঁচ বছর আগে 'জিরো' ছবিতে। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় সেই ছবি। তারপর দীর্ঘ বিরতি নেন। শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে শাহরুখ খানের বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। যদিও, চলতি বছর বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। 'লাল সিং চাড্ডা', 'ব্রহ্মাস্ত্র' থেকে 'রকেট্রি'তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ছবিগুলি কেমন চলবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সম্পর্কে মন্তব্য করলেন শাহরুখ খান।
'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র সম্পর্কে মুখ খুললেন শাহরুখ খান-
সদ্যই ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে তাঁকে সম্মানিতও করা হয়। সেখানেই আগামী ছবিগুলির সম্পর্কে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দীর্ঘ পাঁচ বছর পর তাঁর ছবি আসতে চলেছে, তার জন্য তিনি কতটা স্নায়ুচাপে ভুগছেন। শাহরুখ খান বলেন, 'যদি আমার নিজের ছবি নিয়ে নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে আমার তো সেই কাজটাই করা উচিত নয়। কারণ, আমি যে জিনিসটা তৈরি করছি, সেই জিনিসটা সম্পর্কে আমার নিজের বিশ্বাস থাকাটা সবথেকে বেশি জরুরি। এটা কোনও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নয়। আমি এটাই বিশ্বাস করি। ছোট থেকেই আমি এটা বিশ্বাস করি। এভাবেই নিজেকে তৈরি করি। আমি নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। আর আশা করছি ততটাই তা রঙিন হবে।'
আরও পড়ুন - Jacqueline Fernandez: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের
আগামী ছবির ব্যবসা কেমন হবে, সে সম্পর্কে শাহরুখ খান বলেন, 'আমি 'জিরো'র মতো ছবিও করেছি। আবার 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র মতো ছবিও করেছি।' এর পাশাপাশি অভিনেতা জানিয়েছেন যে, তাঁর আগামী ছবিগুলি অর্থাৎ 'পাঠান' (Pathaan), 'জওয়ান' (Jawan), 'ডাঙ্কি' (Dunki) সুপারহিট হবে।
প্রসঙ্গত, শাহরুখ খানকে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে আটকানো হল। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই আসছিলেন তিনি। বিমানবন্দরে কিং খানকে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। পরে শাহরুখ ও তঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের। জানা গিয়েছে, টিমের সকলকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ। শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। শাহরুখদের কাছে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা।