কলকাতা: প্রত্যেক মানুষই অনেক উন্নতি করতে চায়। সে যেন প্রতিটি কাজে সফল হয় এবং তার জীবন সুখে কাটে। এর জন্য ব্যক্তিটি কঠোর পরিশ্রমও করে। কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রমের পরেও সফলতা পাওয়া যায় না। এই ধরনের ব্যক্তি জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে পারেন। 


শাস্ত্রে এমন কিছু প্রতিকারের কথা বলা আছে যা চেষ্টা করলে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি আসতে পারে। এছাড়া তার ক্যারিয়ার বা ব্যবসাও নতুন উচ্চতায় ছুঁতে পারে। তাহলে আসুন জেনে নেই এই জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার সম্পর্কে।



নবগ্রহের শান্তি স্থাপন


একজন ব্যক্তির জীবনে গ্রহগুলির একটি দুর্দান্ত প্রভাব রয়েছে। গ্রহের অবস্থান খারাপ হলে সফলতা অর্জনের জন্য ব্যক্তিকে অনেক পাপড়াও করতে হয়। এমন অবস্থায় নয়টি গ্রহের শান্তির জন্য হবন করা উচিত। এর ফলে গ্রহের অবস্থান শুভ হয় এবং ব্যক্তি শুভ ফল পেতে শুরু করে।            


সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন 


সূর্য দেবতাকে তেজ, বুদ্ধিমত্তা, শক্তি ও উন্নতির কারণ মনে করা হয়। এমতাবস্থায় প্রতিদিন সূর্য দেবকে জল অর্পণ করলে একজন ব্যক্তি সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন যা তাকে জীবনে সাফল্য পেতে সাহায্য করে।


বাস্তু মেনে চলা


বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের উল্লেখ আছে যা ঘরে রাখলে ইতিবাচকতা আসে এবং উন্নতির নতুন পথ খুলে যায়। এমন অবস্থায় বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম, সাত ঘোড়ার ছবি, ফোয়ারা ইত্যাদি রাখতে পারেন।


শনিদেবের পুজো


অনেক সময় কুণ্ডলীতে শনির দুর্বল অবস্থানের কারণে একজন ব্যক্তিকে সারাজীবন কেরিয়ার ও চাকরি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে শনিদেবকে খুশি করতে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালান। কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল দান করুন। এর মাধ্যমে আপনি সফলতা পেতে শুরু করবেন।


 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে