মুম্বইতে শাহরুখ-কন্যা সুহানার গ্ল্যামারাস ছবি ধরা পড়ল ক্যামেরায়
সুহানার বিভিন্ন ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছর ভোগ ম্যাগাজিনের কভার ফটোশ্যুট করেছিসেন তিনি। এরপর তাঁর সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ নিয়ে জল্পনা জোরাল হয়েছিল।
ইতিমধ্যেই ১৯ বছরে পা দিয়েছেন সুহানা। এখন তিনি লন্ডনে পড়াশোনা করছেন।
দীর্ঘদিন ধরেই সুহানার বলিউডে অভিষেক নিয়ে জল্পনা চলছে। যদিও এ ব্যাপারে সঠিক কোনও খবর এখনও আসেনি। (ছবি-মানব মঙ্গলানি)
কয়েকদিন আগে সুহানাকে তাঁর বন্ধুবান্ধব ও ভাই আরয়ানের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল। ওই পার্টির বেশ কিছু ছবি সামনে এসেছিল। (ছবি-মানব মঙ্গলানি)
ওই ছবিগুলিতে সুহানাকে ট্রাডিশনাল লুকে দেখা গিয়েছিল। এখন অবশ্য সুহানা মুম্বইতে ফিরে এসেছেন। (ছবি-মানব মঙ্গলানি)
সম্প্রতি গৌরি খানের ভাইঝির বিয়ের অনুষ্ঠান ছিল কলকাতাতে। এই বিয়ের অনুষ্ঠানে সুহানার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল। (ছবি-মানব মঙ্গলানি)
সাদা রঙের টি-শার্ট ও জিন্সে দেখা গেল তাঁকে। ওই পোশাকে বেশ গ্ল্যামারাস লেগেছে সুহানাকে। (ছবি-মানব মঙ্গলানি)
ইদানিং সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান নানা কারণেই নজর কাড়েন। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। এরপর বন্ধুদের সঙ্গে তাঁর পার্টির ছবিও ভাইরাল হয়। এরইমধ্যেই ক্যামেরায় ধরা পড়ল সুহানার কিছু সুন্দর ছবি।(ছবি-মানব মঙ্গলানি)
এবার তাঁকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে বসতে এবং ফোন ঘাঁটতে দেখা গেল। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -