নয়াদিল্লি: গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara) অভিনীত, অ্যাটলি (Atlee) পরিচালিত 'জওয়ান' (Jawan)। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবি। সকলেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন, বাদশাহি কামব্যাক করেছেন বলিউডের কিং। তাঁর হাত ধরে বছরের শুরুতে তো বটেই, ফের বছরের মাঝেও বিপুল লক্ষ্মীলাভ হচ্ছে বলিউডের। অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে একের পর এক ট্যুইট (অধুনা এক্স) করে চলেছেন কিং খান। সেখানেই এক ৮৫ বছর বয়সীর বৃদ্ধাকে দিলেন মিষ্টি উত্তর। ভাইরাল সেই ট্যুইট। 


'দাদি'কে ধন্যবাদ কিং খানের


শাহরুখ খান। বলিউডের রোম্যান্সের কিং। তাঁকে দেখলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় মহিলাদের, তাঁদের মধ্যে অল্পবয়সী যেমন আছেন তেমনই তাঁর কাজের অনুরাগী ৮৫ বছরের বৃদ্ধাও। 


সম্প্রতি 'এক্স'-এ এক শাহরুখ অনুরাগী, একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের 'জওয়ান' দেখতে গেছেন প্রেক্ষাগৃহে। তিনি বাদশাহর কোনও ফিল্ম মিস করেন না। ফলে 'জওয়ান' মুক্তি পেতে নাতিকে অনুরোধ করেন তাঁকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। তাঁকে ভিডিওয় বলতে শোনা যায়, 'আমি 'জওয়ান' দেখতে এসেছি। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে না। কিন্তু আমি বললাম যে আমি তো যাবই। শাহরুখ খানের ছবি আমার খুব পছন্দ, আমার সব সিনেমা ভাল লাগে।' শেষে এও জানান যে 'জওয়ান' তাঁর বেশ ভাল লেগেছে।


এই ভিডিও আপলোড করা হয়েছে উদয়ন শুক্লা নামে এক নেটিজেনের হ্যান্ডল থেকে। তিনি লেখেন, 'প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী ঠাকুমা তোমার সবচেয়ে বড় ফ্যান, আমরা যাতে তাঁকে সিনেমাটা দেখতে নিয়ে যাই, সেই ব্যাপারে নিশ্চিত করেছে। ওঁর 'জওয়ান' খুব পছন্দ হয়েছে এবং উনি তোমাকেও খুব ভালবাসেন।'


 






এমন মিষ্টি ভিডিওর ঝটপট উত্তর দিতেও দেরি করেননি বাদশাহ। এই ভিডিও পুনরায় শেয়ার করে তিনি লেখেন, 'ঠাকুমাকে ধন্যবাদ... ওঁর জন্য অনেক ভালবাসা এবং আমি আশা করছি যেন ভবিষ্যতেও নিজের ফিল্ম দিয়ে ওঁর মুখে হাসি ফুটিয়ে যেতে পারি।'


আরও পড়ুন: Riteish-Genelia: অন্তঃসত্ত্বা জেনেলিয়া? 'আমার অসুবিধা নেই, কিন্তু...', গুজবের উত্তর দিলেন রিতেশ


শাহরুখের এই উত্তর মন জয় করেছে সকলের। আপাতত তাঁর 'জওয়ান' জয় করছে বক্স অফিস। বিশ্বজুড়ে এই ছবির আয়ের পরিমাণ ছাড়িয়েছে ৫৭৪ কোটি টাকা। একই বছরে দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁর, এবং দুটিই ব্লকবাস্টার হিট। বলাই বাহুল্য, তিনি 'কিং অফ বলিউড'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial