মুম্বই : অনস্ক্রিন হোক আর অফস্ক্রিন, বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে ফারহা খানের ( Farah Khan) কেমিস্ট্রি কারও অজানা নয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন কোরিওগ্রাফার, ছবি পরিচালক, অভিনেতা, প্রযোজক ফারহা খান। ভিডিওতে বলিউডের অন্যতম হিট ছবি 'ম্যায় হুঁ না'-র (Main Hoon Na) গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ফারহা খানকে। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল সেই ভিডিও।


২০০৪-এ মুক্তি পায় শাহরুখ খানের অন্যতম হিট এবং জনপ্রিয় ছবি 'ম্যায় হুঁ না'। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাও, বোমান ইরানি, কিরণ খের, নাসিরুদ্দিন শাহ প্রমুখ অভিনেতারা। ফারহা খানের পরিচালনায় এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সফল হয়। অনু মালিকের সুরে ছবির প্রতিটি গানও সমান জনপ্রিয়তা লাভ করে। ফারহা খানের পোস্ট করা ভিডিওতে 'ম্যায় হুঁ না'র টাইটেল ট্র্যাকে শাহরুখ খানের সঙ্গে কোমর দোলাতে দেখা যাচ্ছে তাঁকে। যা দেখে নেটিজেনরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন।


প্রসঙ্গত, ২০০৪ সালে 'ম্যায় হুঁ না' মুক্তি পাওয়ার তিন বছর পর ২০০৭-এ ফের 'ওম শান্তি ওম' ছবি দিয়ে ফারহার সঙ্গে জুটি বাঁধের শাহরুখ খান। তাঁদের অনুরাগীরাও এই জুটির ছবির জন্য যে অপেক্ষা করে থাকেন, তাও কমেন্ট বক্স দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। 'ম্যায় হুঁ না'-র সেই মজাদার মুহূর্তকেই ফের নতুন ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে ফিরিয়ে আনলেন তাঁরা।



নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও পোস্ট করে ফারহা খান লিখেছেন, 'আমার সবচেয়ে প্রিয়...একমাত্র এবং একমাত্র শাহরুখ খান। এখানে তোমার মতো কেউ নেই।’


ফারহার এই পোস্টে নেট নাগরিকদের থেকে শুরু করে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। 'বাজিরাও মস্তানি' অভিনেতা রণবীর সিংহ কমেন্টে লিখেছেন, 'ওহ আমার হৃদয়টা গলে গেল।' আবার রীতেশ দেশমুখ লিখেছেন, 'সবসময়ের প্রিয়’। সবমিলিয়ে ফারহা খান এবং শাহরুখ খানের এই যুগলবন্দি নেট নাগরিক থেকে সেলিব্রিটি, সকলেরই মন ছুঁয়ে গিয়েছে। 


প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পাওয়া আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো'-র পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ। জানা যাচ্ছেন, খুব শীঘ্রই নতুন ছবি 'পাঠান' নিয়ে দর্শকদের কাছে ফিরছেন 'বাদশা'।