নয়াদিল্লি: শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড সুপারস্টার। হিন্দি সিনেদুনিয়ার বাদশাহ বলা হয় তাঁকে। তিনি কিং খান। তাঁর অভিনয়, গান, নাচ, রোম্যান্স, রসবোধের অনুরাগী আট থেকে আশি। তবে সেই সঙ্গে তিনি দারুণ পাঠকও (avid reader) বটে। বিভিন্ন ধরনের বই পড়া শাহরুখের নেশা। সম্প্রতি কিং খানের বিস্তীর্ণ লাইব্রেরির (library) ঝলক মিলল, জানা গেল তিনি কোন ধরনের বই পড়তে বেশি পছন্দ করেন। 


'স্টিভ জোবস' থেকে 'ফিফটি শেডস অফ গ্রে', মিলল কিং খানের লাইব্রেরির ঝলক 


সম্প্রতি 'লিবার্টি বুকস' একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে শাহরুখ খানকে তাঁর প্রিয় বইপত্র ও নিজের হাতে তৈরি লাইব্রেরি সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে। সাক্ষাৎকারটি অবশ্যই বেশ পুরনো। ভিডিও ক্লিপে অভিনেতা বলছেন, 'আমি 'ব্লিঙ্ক' পড়েছিলাম অনেকদিন আগে, ফলে আমার প্রত্যেকটা অংশ মনে নেই, কিন্তু যতদূর মনে পড়ছে বইটা একটা প্রতিযোগিতার বিষয়ে ছিল যে ব্যক্তি প্রথম চোখের পলক ফেলবে সে হেরে যাবে। এটা বলা খুবই সাংঘাতিক, কিন্তু যে কোনও ব্যবসা, আপনার পছন্দের যেকোনও কিছুর দায়িত্ব নেওয়া এবং সেটাকে সফল করার বিষয়ে একটা আলোচনা আছে।'


এরপর তিনি কথা বলতে থাকেন ব্লেক স্নাইডারের 'সেভ দ্য ক্যাট' সিরিজ নিয়ে। শাহরুখ বলেন, 'প্রত্যেকবার পড়তেই সমান আকর্ষণীয় মনে হয়। চিত্রনাট্যের ওপর ব্লেক স্নাইডারের লেখা 'সেভ দ্য ক্যাট'। যদি কেউ পেশাগত লেখক হয়ে উঠতে চান, আমি জানি না ব্লেক কোথায়, কিন্তু আমি এই বইটার বিজ্ঞাপন সবচেয়ে বেশি করি। আমার সত্যিই মনে হয় বইটা বেশ ভাল।' শাহরুখের মতে তাঁর পড়া চিত্রনাট্যের ওপর লেখা শ্রেষ্ঠ বই এটিই। 


এরপর তিনি হাতে তুলে নেন ওয়াল্টার আইজ্যাকসনের লেখা, 'স্টিভ জোবস'। নিজে উচ্চারণ করে কিং খানের কথায়, 'এভাবেই এটা উচ্চারণ করতে হয়। এই বইটা ব্যবসার বিষয়ে আমার ভাবনা বদলে দিয়েছে বলা চলে। আমি অনেককিছু করতাম এক সময়ে এবং তারপর আমি বুঝলাম যে সবসময় একটা নির্দিষ্ট জিনিসে মনোনিবেশ করা উচিত। সেই কারণে আমরা সেসব বদলে দিই। আমরা টেলিভিশনে কাজ বন্ধ করে দিই এবং কিছু বিজ্ঞাপনের কাজও বন্ধ করি। না, আমরা এবার শুধু সিনেমা তৈরি করব আর আমরা ভিস্যুয়াল এফেক্টস নিয়ে কাজ করব।' শাহরুখ বলে চলেন, 'একাধিক জিনিস আছে যেগুলোর সঙ্গে আমি সহমত পোষণ করি না। কিন্তু এটাও ঠিক যে স্টিভ জোবসের সঙ্গে সহমত পোষণ না করার আমি কে?'


আরও পড়ুন: Kaushik Ganguly on RG Kar Protest: 'কাসাভের ফাঁসি হতে ৫ বছর লেগেছিল', সুবিচারের জন্য ধৈর্য্য ধরার অনুরোধ কৌশিক গঙ্গোপাধ্যায়ের


এরপর কিং খান চলে যান ব্রিটিশ লেখিকা ই. এল. জেমসের 'ফিফটি শেডস অফ গ্রে' প্রসঙ্গে। সপাট উত্তর, 'নিশ্চয়ই এমন কোনও একদিন আসবে যেদিন এই বইটা আমি পুরো পড়ে শেষ করব।' 'পাঠান', 'জওয়ান'-এর একের পর এক দুর্দান্ত সফল ছবি উপহার দিয়েছেন যে তারকা, তিনি জানান লন্ডনে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে 'যব তক হ্যায় জান' ছবির শ্যুটিং করার সময় তিনি এই বইটা পড়ার চেষ্টা করেন। শাহরুখের কথায়, 'আমি সেই সময় এই বইটার একাধিক কপি পেয়েছিলাম কারণ অবশ্যই প্রচণ্ড খ্যাতি পেয়েছিল। আমি সিনেমাটা দেখেছি। বেশ ভাল লেগেছিল কিন্তু। অনেক মানুষই হয়তো আমার সঙ্গে সহমত হবেন না। কিন্তু আমার ভাল লেগেছিল সিনেমাটা। আমার মনে হয়েছিল যে সবটা একসঙ্গে বেশ আকর্ষণীয়।' সবশেষে অভিনেতার কথায়, 'এবং বইটা এখনও পড়তে হবে। এবার তো দ্বিতীয়ভাগও বেরিয়ে গিয়েছে। তাই এটা পড়ে শেষ করতে হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।