লন্ডনে শাহরুখ, আলিয়া! আচমকা কী ব্যাপার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2016 08:41 AM (IST)
মুম্বই: এই উইকএন্ডে লন্ডন যাচ্ছেন শাহরুখ আর গৌরী খান। সঙ্গে কে কে থাকছেন জানেন? আলিয়া ভট্ট আর তাঁর বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রা। উঁহু, এটা কোনও ফিল্মের শুটিং নয়। ছুটি কাটাতে যাওয়াও হচ্ছে না। তাহলে আচমকা কেন একসঙ্গে বার হলেন তাঁরা? আসলে সামনে কর্ণ জোহরের জন্মদিন। তার পার্টি উপলক্ষ্যেই একসঙ্গে সকলের এই লন্ডন সফর।