নয়াদিল্লি: মাসখানেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল, আজ পেলেন পুরস্কার। তিন দশকেরও অধিক সময় ধরে রুপোলি পর্দায় তাঁকে কখনও রাহুল তো কখনও কোচ কবীর, তো কখন আবার পাঠানের ভূমিকায় দেখা গিয়েছে। তবে এতদিন পর্যন্ত জাতীয় পুরস্কার অধরাই ছিল। সেই অপেক্ষার অবসান ঘটল। আজই রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দৌপদি মুর্মুর হাত থেকে মুখ্য ভূমিকায় সেরা অভিনেতার জাতীয় পুরস্কার (71st National Film Awards) পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
এদিন তাঁর পরণে ছিল কালো স্যুট। ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে 'Jawan' ছবির জন্য সেরা শিরোপা পেলেন 'বলিউড বাদশা'। রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পেয়ে শাহরুখকে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি দেখায়। স্বামীর এই সাফল্য, সম্মানে উচ্ছ্বসিত শাহরুখ-পত্নী গৌরী খানও (Gauri Khan)। শাহরুখের এই কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানিয়ে গৌরী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই সফরটা কী দারুণই না ছিল শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অনেক শুভেচ্ছা। এটা তোমার প্রাপ্য। বছরের পর বছর তোমার কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার পরিণাম এটা।'
শাহরুখ এই পুরস্কার ঘোষণা হওয়ার পরেই কিন্তু নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এক বার্তায় বলেছিলেন, 'এটা বলার প্রয়োজন নেই যে আমি ধন্য, আপ্লুত এবং গর্বিত। জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তটা আমি চিরকালের জন্য উপভোগ করব। জুরি, চেয়ারম্যান, সমস্ত বিচারক আর সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাব, যাঁরা মনে করেছেন, আমি এই সম্মানটার যোগ্য। বিশেষ করে ২০২৩ সালে আমি যে সমস্ত পরিচালক ও লেখকের সঙ্গে কাজ করেছি, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ রাজু স্যার, ধন্যবাদ সিড আর বিশেষ করে অ্যাটলি স্যার আর তাঁর টিমকে ধন্যবাদ আমায় জওয়ান ছবিটায় সুযোগ করে দেওয়ার জন্য। আমার ওপর বিশ্বাস রাখা যে আমি এই অভিনয়টা করতে পারব।
শাহরুখ বাদেও এদিন জাতীয় পুরস্কারের মঞ্চে রাণী মুখোপাধ্যায় 'Mrs Chatterjee vs Norway'-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য মোহনলালকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। '12th Fail'-কে সেরা ফিচার ফিল্মের পুরস্কার দেওয়া হয়। এই সিনেমায় অভিনয় করা বিক্রান্ত ম্যাসিও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেরা পপুলার সিনেমা বিভাগে 'Rocky Aur Rani Ki Prem Kahani' সেরা নির্বাচিত হওয়ায় কর্ণ জোহর পুরস্কার নেন। এছাড়া 'The Kerala Story' সিনেমার জন্য় সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন, সুদীপ্ত সেন।